আজীবনের জন্য কেউ ক্ষমতায় আসে না, আপনারাও আসেননি: তানভীর এ মিশুক

জুমবাংলা ডেস্ক : মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেছেন, ‘আজীবনের জন্য কেউ ক্ষমতায় আসে না, আপনারাও আসেননি।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তানভীর এ মিশুক বলেন, ‘আজীবনের জন্য কেউ ক্ষমতায় আসেনা, আপনারাও আসেননি। আজ অথবা কাল, চলে যেতেই হবে। এটা এতক্ষণে নিশ্চয়ই বোঝে গিয়েছেন, আর না বুঝলে আপনাদের আইকিউ লেভেল প্রাইমারির নিচে। সুতরাং, কোনো কাজ করার আগে হিসেবটা করে নিবেন, নিজের পরিণতি কি হবে। তাহলেই ভুল কম করবেন।’

তিনি আরো বলেন, ‘নগদের ভালো চেয়ে কেউ কোনো কাজ করলে ফাঁপর দিবেন, জেলে ঢুকানোর হুমকি দিবেন, দুদকের ভয় দেখবেন, চাকুরিচ্যুত করবেন, বেতন-বোনাস আটকে রাখবেন, মিডিয়াতে টাকা দিয়ে গুজব ছড়াবেন আর ব-তে বেকুবদের স্পনসর সেমিনারে গিয়ে নগদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবেন এটা হচ্ছে আপনাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। নগদ বিগত ৫ বছরে ৯ কোটি গ্রাহকের কমপক্ষে ৫০০০ কোটি টাকা সাশ্রয় করেছে। নগদকে বাংলাদেশের মানুষ ভালোবাসে। আপনারা যদি মনে করেন, প্রোপাগান্ডা দিয়ে নগদকে নিশ্চিহ্ন করে দিবেন, তাহলে এখনও বোকার স্বর্গে আছেন।’

তানভীর আরো বলেন, ‘আপনার বস যে হারে আখের গোছাচ্ছে, কিছুদিনের মধ্যে নিশ্চিত পগার পাড় হয়ে যাবে। কিন্তু যারা বুঝে কিংবা না বুঝে নগদের ক্ষতি করছেন, তাল দিচ্ছেন, সহযোগী হচ্ছেন, তাদের কি হবে? কালকে যারা অসীম ক্ষমতাবান ছিলেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন অথবা ক্ষমতাবানদের পা চেটেছেন, আজকে তারা জেলে, কিংবা চাকুরিচ্যুত। কিছুদিনের জন্য দায়িত্ব যেহেতু পেয়েছেন, দায়িত্বের অপব্যবহার করবেন না, তাহলেই সবার জন্যই মঙ্গল।’

তিনি বলেন, ‘আর মনে রাখবেন মায়ের চেয়ে মাসীর বেশি দরদ দেখানো ভালো না। একটা প্রবাদ আছে মা থেকে যদি অন‍্য কারো দরদ বেশি হয়, ধরে নিতে হবে সেটা ডাইনি। কারণ মা কষ্ট নিয়ে সন্তান জন্ম দেন, অন্যরা তার বেনিফিট নেন। আমাদের নগদ আমাদেরই থাকবে, শুধু মাসীরা হাওয়া হয়ে যাবে।’