নতুন লুকে চমকে দিলেন শাহরুখ, দুই মিনিটের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : নাম তো শোনাই হোগা’—শাহরুখ খানের বহুল চর্চিত ও আলোচিত সংলাপটি আবারো ফিরে এলো। নতুন ছবি জওয়ান’র ট্রেলারে যা বললেন শাহরুখ নিজেই। দুই মিনিটের এই ভিডিওর প্রায় পুরো সময় পাওয়া গেল কিং খানের কণ্ঠস্বর। শুরুটা করলেন এভাবে, ‘আমি কে? কে নই, জানা নেই। মাকে দেওয়া শপথ না কী অসম্পূর্ণ এক লক্ষ্য…”।

ছবির প্রিভিউ এক ধাক্কায় বাড়িয়ে দিল ‘জওয়ান’-এর প্রতি দর্শকদের খিদে।

দক্ষিণ ভারতীয় ছবির ধারা অনুসরণ করে পর্দায় তার প্রবেশ। বেশিরভাগ সময়ই চলেছে ধুন্ধুমার অ্যাকশন। শুধু মারপিটই নয়, ট্রেলারের পরতে পরতে থাকলো রহস্য। স্বল্প ফ্রেমে হাজির হলেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপাতি, নয়নতারা। তবে সবকিছু ছাপিয়ে শাহরুখের ন্যাড়া মাথাটাটা বেশ আলোচনা তুলেছে। ট্রেলারের একেবারের শেষ দিকে এই ন্যাড়া মাথাটি উন্মোচিত হয়। ট্রেনের ভেতরে শারুখকে এভাবেই নাচেতে দেখা যায়।

ছবির ট্রেলারে ‘পাঠান’ -এর খানিক ছটাও পাওয়া গেল।

ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং- সবই আছে। সারা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলল তার। বাদ গেল না বলিউডি মশলাদার গান এবং নাচের দৃশ্যের। সামনে এলেন রাফ অ্যান্ড টাফ নয়নতারা আর শাড়ি পরা দীপিকা রোমান্টিকতার নতুন রেশ ছড়ালেন।

ট্রেলার প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায় এটি।

আজ (১০ জুলাই) সকালে মুক্তির পাঁচ ঘণ্টার মধ্যেই এটি দেখা হয়েছে ১০ মিলিয়নবার। তাই বলাই যায়, ৭ সেপ্টেম্বর ফের আরও একবার যে ধামাকা নিয়ে বক্স অফিস মাত করতে আসছেন শাহরুখ। এ দিনই মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এ ছবিটি।

এ ছবির মাধ্যমে দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে জুটি বাঁধলেন শাহরুখ।

পাশাপাশি একই ইন্ডাস্ট্রির নয়নতারার সঙ্গেও শাহরুখের প্রথমবারের কাজ হচ্ছে এটি। অন্যদিকে মালায়ালাম ও তামিল ইন্ডিস্ট্রির শক্তিশালী অভিনেতা বিজয় সেতুপাতিও আছেন সিনেমাতে।

নতুন ব্যবসায় নামলেন পরিণীতি চোপড়া