জুমবাংলা ডেস্ক : মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে বাল্কহেড ডুবির ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে নিশ্চিত করেছে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম। বাল্কহেডে থাকা অপর তিনজন শ্রমিকের মাধ্যমে নিখোঁজ থাকা দুইজন শ্রমিকের স্বজনদের সাথে কথা বলে এই তথ্য নিশ্চিত করেন তিনি।
শনিবার ভোরে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চ এমডি জাহিদ-৩ এর ধাক্কায় ওই সিমেন্ট বোঝাই বাল্কহেড ডুবে যায়।’
এ ঘটনায় ডুবে যাওয়া নৌযানটিতে থাকা পাঁচজনের মধ্যে তিনজন সাঁতরে ট্রলারে উঠতে সক্ষম হলেও নৌযানের দুইজন শ্রমিক নিখোঁজ থাকে। পরে বেলা ১১ টার দিকে নিখোঁজদের স্বজনদের সাথে কথা বলে তারা নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেন মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।