জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে কোনো অসহায় ও দরিদ্র মানুষ সকল ধরনের উৎসব থেকে বঞ্চিত হবে না উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে এখন আর কেউ অবহেলিত নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মানবিক গুণাবলির মাধ্যমে রাষ্ট্রব্যবস্থা পরিচালনা করছেন। সকল শ্রেণি-পেশা, দরিদ্র মানুষ তাদের ঈদ, পূজাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান যাতে পালন করতে পারে, সে ব্যাপারে কার্যকর পরিকল্পনা ও ভূমিকা পালন করে আসছেন।
সোমবার দিনাজপুর শহরের রাজবাটী শান্তি নিবাস (বৃদ্ধাশ্রম)-এ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও আশ্রিতদের বিনোদনের জন্য টেলিভিশন উপহার অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। দিনাজপুর সদর উপজেলায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৭০ হাজার মানুষকে বিনামূল্যে ১০ কেজি করে চাল ঈদ উপহার হিসেবে দেয়ায় এবং শাড়ি-লুঙ্গি প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান হুইপ ইকবালুর রহিম।
এরআগে দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র দলীয় কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মাহমুদা নুসরাত জাহান, কোতয়ালী ওসি মোজাফফর হোসেন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।