আপনার পোস্টে কে লাইক দিয়েছে জানবে না কেউ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল মিডিয়ার এই যুগে লাইক-কমেন্টের মতো বিষয়কে কেন্দ্র করে নানা ঘটনা ঘটছে। অন্যের পোস্টে লাইক দেওয়া নিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয় অনেককে। এ সমস্যার সমাধান করতে প্রোফাইল থেকে লাইকের তথ্য গোপন করার ফিচার চালু করেছে এক্স।

এক্সের ‘প্রাইভেট লাইক’ ফিচারের সুবাদে পোস্টে কে কে লাইক দিয়েছে, তা অন্যরা দেখতে পাবেন না। কেবল পোস্টদাতা দেখতে পাবেন তার পোস্টে কে লাইক দিয়েছে। এই ফিচারের কল্যাণে আনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পারবেন এক্স ব্যবহাকারীরা।

প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা আগে থেকেই এই সুবিধা পাচ্ছেন। সম্প্রতি পোস্টে লাইক প্রাইভেট রাখা সংক্রান্ত একটি ফিচারের স্ক্রিনশট প্রকাশ করেছেন এক্সের প্রধান ইলন মাস্ক। অবশেষে ফিচারটি সব ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানা গেল।

এক্সের প্রকৌশল টিম জানিয়েছে, ‘প্রাইভেট লাইক’ ফিচারটি সবার জন্য উন্মুক্ত করা হলো। এখন থেকে এক্সে পোস্ট দিতে আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন ব্যবহারকারীরা।

এর আগে এক্সের প্রকৌশল বিভাগের প্রধান হাওফেই ওয়াং জানিয়েছিলেন, ব্যবহারকারীদের প্রোফাইল থেকে তাদের দেওয়া সব লাইকের সংখ্যা গোপন রাখার কার্যক্রম শুরুর জন্য কাজ করা হচ্ছে। এর ফলে কারও প্রোফাইলে প্রবেশ করে লাইকের সংখ্যা জানতে পারবেন না অন্য ব্যক্তিরা।

তথ্যসূত্র: টেক টাইমস, এনডিটিভি