জুমবাংলা ডেস্ক : খুলনায় ‘বিনা লাভের দোকান’ পেয়ে ক্রেতারা খুশি মনে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনছেন। দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতির চরম অস্থির সময়ে এমন দোকান করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন তারা।
শুক্রবার (১৮ অক্টোবর) মহানগরীর শিববাড়ীর মোড়ে ‘বিনা লাভের দোকান’থেকে পণ্যসামগ্রী ক্রয়ের সময় সাধারণ ক্রেতা এমনটি জানান। সাশ্রয়ী দামে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা এ দোকানের আয়োজন করে। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ দোকান খোলা থাকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, পাইকারি দামে পণ্য ক্রয় করা হয়েছে, সে দামেই বিক্রি করা হয়েছে সাধারণ মানুষের কাছে। বৈরি আবহাওয়ার মধ্যেও ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। সবার সহযোগিতায় আগামীতেও এ ধরনের দোকান করা ইচ্ছা রয়েছে। যাতে সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে প্রয়োজনীয় পণ্য কিনতে পারেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, বিনা লাভের দোকানে ডাল ১ কেজি ৯৯ টাকা, ডিম ১টি ১২ টাকা, আলু ১ কেজি ৫০ টাকা, পেঁয়াজ ১ কেজি ১০০ টাকা ও ১টি সবজি পাওয়া যাচ্ছে। ক্রেতারা তাদের চাহিদা মতো পণ্য কিনছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।