মুগ্ধ না হওয়ার কারণ নেই : মিথিলা

mithila

বিনোদন ডেস্ক : কলকাতায় আমার অভিনীত প্রতিটি সিনেমাই দারুণ প্রশংসা পেয়েছে। সেই জায়গা থেকে অরণ্যর প্রাচীন প্রবাদ সিনেমাটি নিয়ে প্রত্যাশা ছিল। মুক্তির পর দর্শকরা যে প্রতিক্রিয়া জানাচ্ছেন তাতে মুগ্ধ না হওয়ার কারণ নেই।’—নতুন সিনেমা প্রত্যাশা কতটা পূরণ করতে পারছে?—এমন প্রশ্নে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা।

mithila

গত ঈদে দেশের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় মিথিলার ‘বাজি’ ওয়েব সিরিজ। এতে প্রাক্তন স্বামী তাহসানের সঙ্গে জুটি বাঁধায় ছিলেন আলোচনায়। পাশাপাশি সিরিজটিও দারুণ প্রশংসা কুড়িয়েছে। এরইমধ্যে গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে তার ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ সিনেমাটি।

দুলাল দে’র পরিচালনায় সিনেমাটিতে মফস্বলের একটি হাসপাতালের নার্সের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। যা মুক্তির পর নজর কেড়েছে দর্শক-সমালোচকদের। বিভিন্ন মাধ্যমে তারা মিথিলার চরিত্রটির ভূয়সী প্রশংসা করছেন।

সিনেমাটিতে যুক্ত হওয়ার গল্প জানতে চাইলে মিথিলা বলেন, ‘পরিচালক দুলাল দে আমার সঙ্গে যোগাযোগ করেন। সিনেমার গল্প ও আমার চরিত্র কেমন তা শোনান। সিনেমার ভাবনাটাও বুঝিয়ে বলেন। গল্প-চরিত্র ভালো লাগায় রাজি হই।’ এদিকে দেশের পাশাপাশি ওপার বাংলাতেও নিয়মিত কাজ করছেন মিথিলা। এরইমধ্যে ৫টি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

যে কারণে প্রেমিকের টি শার্টি পড়লেন দিতিপ্রিয়া

কলকাতার সিনেমায় কাজ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কলকাতায় মুক্তি পাওয়া সিনেমাগুলো নিয়ে অনেক ভালো সাড়া পেয়েছি। ভালো প্রশংসাও পেয়েছি। এখানে আমার মায়া সিনেমাটি বেশ ভালো চলেছে। অভাগীও পুরস্কার জিতেছে। নীতিশাস্ত্র বিভিন্ন উত্সবে প্রশংসা পেয়েছে। এই ইন্ডাস্ট্রিতে প্রত্যাশার চেয়ে বেশি পেয়েছি।’ এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মেঘলা’ নামের আরো একটি সিনেমা। এতে নাম ভূমিকায় দেখা যাচ্ছে মিথিলাকে।