Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে নেই যানবাহনের বাড়তি চাপ
    জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

    ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে নেই যানবাহনের বাড়তি চাপ

    Saiful IslamApril 6, 2024Updated:April 6, 20243 Mins Read
    Advertisement

    সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : ঈদযাত্রা শুরু হলেও ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের অংশে যাত্রী ও যানবাহনের তেমন চাপ নেই। মহাসড়কের স্বস্তিতেই চলাচল করছে দুরপাল্লার পরিবহন বাসসহ আঞ্চলিক বাসগুলোও। তবে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সদর উপজেলা পরিষদের সমানে সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ এখনও চলামন থাকায় যানজটের শঙ্কা রয়েছে। ফলে কিছুটা ভোগান্তি হতে পারে ঈদে ঘরমুখো যাত্রীদের।

    অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথেও যাত্রী ও যানবাহনে বাড়তি কোন চাপ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ। ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহন নির্বিঘ্নে ও নিরাপদে নৌপথ পারাপারে ফেরিঘাট কৃর্তৃপক্ষ, জেলা পুলিশ ও জেলা প্রশাসন নানামুখি উদ্যোগ গ্রহণ করেছে। বৈরি আবহাওয়া না থাকলে এবারের ঈদযাত্রায় ঢাকা-আরিচা মহাসড়ক, পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট হয়ে ভোগান্তি ছাড়াই গ্রামের বাড়ি ফিরতে পারবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জেলার মানুষেরা।

    শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, জাগীর পুলিশ ক্যাম্প, গোলড়াসহ বেশ কয়েকটি পয়েন্টে ঘুরে দেখা গেছে, ঈদে মহাসড়কের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটমুখী যানবাহনের তেমন চাপ নেই। কিছুক্ষণ পর পর দুরপাল্লার পরিবহন বাস স্বাভাবিক ভাবেই চলাচল করছে। ঢাকা থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত চালাচলকারী সেলফি পরিবহনগুলোতেও যাত্রীর চাম কম ছিল। বাসস্ট্যান্ড এলাকার সদর উপজেলা পরিষদের সামনে সড়ক উন্নয়ন ও সংস্কার কাজ করছে সড়ক ও জনপথ বিভাগ। ওই স্থানে সড়ক পারাপারের সময় সরাসরি লেনের আসা যানবাহনগেুলোকে কিছু সময় অপেক্ষা করতে হয়। মহাসড়কে পাটুরিয়ামুখী যানবাহনের চাপ বেড়ে গেলে ওই স্থানে যানজটের আশঙ্কা করছে পরিবহন চালকেরা।

    সেলফি বাসের পাটুরিয়ামুখী যাত্রী রায়হান খান জানান, কয়েকদিন পরেই ঈদ, আর ঈদের দু-একদিন আগে গ্রামের বাড়িতে যেতে অনেক সমস্যা আর ভোগান্তিতে পড়তে হয়। এজন্য পরিবার নিয়ে এখনই গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় যাচ্ছি। পরিবার নিয়ে সড়ক পথে বা ফেরিঘাট এলাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করা খুবই কষ্টের। এজন্য ভোগান্তি এড়াতে পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে দিতে রওনা হয়েছি।

    গোল্ডেন পরিবহনের আরেক যাত্রী মিজানুর রহমান জানান, পাটুরিয়া ফেরিঘাট হয়ে প্রতিবছরই ঈদ করতে গ্রামের বাড়ি ফরিদপুরের যাই। দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, অনেক ঈদযাত্রায় ২০ থেকে ২৫ ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে, মহাসড়ক ও ফেরিঘাট এলাকায়। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে এই রুটে যানবাহনের চাপ অনেক কম হয়। আশুলিয়া এলাকায় মুদি দোকান করি। এজন্য পদ্মা সেতু হয়ে বাড়ি যাওয়া হয় না, আমি সবসময় পাটুরিয়া ঘাট হয়েই গ্রামের বাড়িতে যাতায়াত করি।

    গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) সুখেন্দু বসু বলেন, ঈদে মানুষজন গ্রামের বাড়িতে যেতে শুরু করছে। তবে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের অংশের যানবাহনের কোন চাপ নেই। ঈদের দু-একদিন আগে সাভার, আশুলিয়া, নবীনগরসহ ওই অঞ্চলের পোশাক কারখানা ছুটি হলে যানবাহনের চাপ কিছুটা বাড়বে। তবে মহাসড়কে যানজটমুক্ত রাখতে জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও কাজ করবে। আশা করছি, এবারের ঈদযাত্রায় ঘরমুখী যাত্রীদের সড়ক পথে তেমন ভোগান্তি হবে না বলে তিনি জানান।

    জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) কে এম মেরাজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় ঘরমুখী যাত্রী ও যানবাহনগুলোকে নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে জেলা পুলিশ সুপার আমাদের দিক-নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী ট্রাফিক পুলিশ কাজ করে। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে সড়ক ও জনপদ বিভাগের কাজ যদি দ্রুত শেষ হয়, তাহেল ওই স্থানেও যানজটমুক্ত রাখতে আমরা কাজ করবো। আর মহাসড়কে যান চালাচল স্বাভাবিক থাকলে কোনো ভোগান্তি হবে যাত্রী ও বাস চালকদের।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশেন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, গতকাল শুক্রবার (৫ এপ্রিল) ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের সংখ্যা বাড়লেও নৌবহরে পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি ছাড়াই পারাপার হয়েছে। আজকে সকালের দিকে কিছু যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি ছিল, তবে ঘাটে আসা মাত্রই ফেরিতে ওঠে নদী পার হয়েছে। আজকে ১৩ টি ছোট বড় ফেরির মধ্যে ১১ টি ফেরি নৌপথে চলাচল করছে। ঈদযাত্রায় যাত্রী ও যানবাহন পারাপারে আরো দুটি ফেরি আমাদের বহরে এসে যোগ দেবে। আশা করছি, ভোগান্তি ছাড়াই এবার ঘরমুখী মানুষ ও যানগুলো নৌপথ পারাপার হতে পারবে এবং গ্রামের বাড়িতে গিয়ে মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে পারবে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় চাপ ঢাকা ঢাকা-আরিচা নেই: পাটুরিয়া-আরিচা প্রভা ফেরিঘাটে বাড়তি বিভাগীয় মহাসড়ক, যানবাহনের সংবাদ
    Related Posts
    ছাত্রদল কর্মী নিহত

    চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

    October 28, 2025
    লাইনচ্যুত মালবাহী ট্রেন

    চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে লাইনচ্যুত মালবাহী ট্রেন

    October 28, 2025
    গ্রেপ্তার

    চট্টগ্রামে নিষিদ্ধ দক্ষিণ জেলা আ.লীগ নেতৃবৃন্দ প্রদীপ দাশ ও গোলাম ফারুক গ্রেপ্তার

    October 28, 2025
    সর্বশেষ খবর
    ছাত্রদল কর্মী নিহত

    চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

    লাইনচ্যুত মালবাহী ট্রেন

    চট্টগ্রামে ট্রেন-ট্রাক সংঘর্ষে লাইনচ্যুত মালবাহী ট্রেন

    গ্রেপ্তার

    চট্টগ্রামে নিষিদ্ধ দক্ষিণ জেলা আ.লীগ নেতৃবৃন্দ প্রদীপ দাশ ও গোলাম ফারুক গ্রেপ্তার

    ত্যাগের গল্প শোনালেন

    ত্যাগের গল্প শোনালেন তারেক রহমান

    নিষিদ্ধ ঘোষণা

    টিকটক-লাইকির ভিডিও ধারণে কঠোর নিষেধাজ্ঞা তাহিরপুরের বাদাঘাট সরকারি কলেজে

    বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

    যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ

    চীনা বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার দাবি

    চীনের সঙ্গে বাণিজ্য সহজ করতে বাংলাদেশে পূর্ণাঙ্গ চীনা ব্যাংক স্থাপনের দাবি ব্যবসায়ীদের

    প্রতিষ্ঠানের স্বার্থ

    নিজস্ব স্বার্থ নয়, প্রতিষ্ঠানের স্বার্থই সবার আগে: ফায়ার সার্ভিস মহাপরিচালক

    বিএনপি

    যুগপৎ আন্দোলনের দলগুলোকে নিয়ে নতুন জোট গঠন করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

    গ্রেপ্তার

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগ নেতা প্রদীপ দাশ

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.