নোয়াখালীর সদরে অস্ত্রের মুখে জিম্মি করে বিমান কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় এক সংরক্ষিত নারী ইউপি সদস্যের ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আফসানা ইসলাম রুমি এই আদেশ দেন। আসামি মো.শাহাদাত হোসেন (৩৬) উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরুল হক মিস্ত্রির ছেলে। তিনি একই ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নুরবানু আলেয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায, ২০২৩ সালের ৬ আগস্ট রাতে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মনারখিল গ্রামের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অফিসার ইসমাইল হোসেন বাবুলের বাড়িতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে।
পরে ভুক্তভোগী বিমান কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় মো.শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
বাদী পক্ষের আইনজীবী শাহাদাত হোসেন চৌধুরী বলেন, বিচারক উভয় পক্ষের শুনানি শেষে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনের ঘটনায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


