নোয়াখালীর সুধারাম উপজেলার নেয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামে গভীর রাতে পুলিশের পরিচয় ব্যবহার করে একটি দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডাকাতরা নগদ অর্থ ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকারসহ মোট প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনার পর বাড়ির গৃহকর্ত্রী উম্মে হানী বেগম বুধবার সুধারাম থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে প্রথমে কয়েকজন ব্যক্তি নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে বাড়িতে আসে। কিছুক্ষণ অবস্থানের পর তারা চলে যায়। পরে রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে আবার কয়েকজন ব্যক্তি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢোকে। ওই সময় ঘরে থাকা নারী সদস্যদের ভয় দেখিয়ে জিম্মি করা হয় এবং স্টিলের আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না।
ভুক্তভোগী পরিবার দাবি করেছে, ডাকাতদের মধ্যে একজনকে তারা চিনতে পেরেছেন। তাদের ধারণা, পূর্ব শত্রুতার জেরে আবুল বাশার ও তার সহযোগীরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও তারা জানিয়েছে।
এ বিষয়ে সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র দাস জানান, একটি অপহরণ মামলার আসামি সাকিবকে খোঁজার উদ্দেশ্যে পুলিশ রাত ১২টার দিকে ওই বাড়িতে গিয়েছিল। সে সময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে আসামিকে না পেয়ে পুলিশ সেখান থেকে চলে আসে। পরে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে বলে পরিবার পুলিশকে জানায়। পরিবার একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে বলেও জানিয়েছে। তিনি তাদের নিয়মিত মামলা দায়েরের পরামর্শ দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


