জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্করণের জন্য যখন ঐকমত্য কমিশন গঠন করা হয়, তখন একটি দল প্রায় সবগুলো সংস্কারে বিরোধিতা করে। দলটি আরেকটি ফ্যাসিবাদ কায়েমের চেষ্টায় আছে। এই নব্য ফ্যাসিবাদ রুখতে আমাদের জয়ী হতেই হবে। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ভাটারা থানার ৩৯ নম্বর ওয়ার্ডের সাইদ নগরে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এ কথা বলেন।

তিনি আরও বলেন, হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। আমাদের এই স্বাধীনতা ধরে রাখতে হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাটারা থানা এবং এনসিপির ভাটারা থানার সমন্বয়ে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আতিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাটারা থানার আমির রেজাউল করিম, ভাটারা থানার এনসিপির প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ ইদ্রিস হোসাইনসহ অন্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


