বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেল সাম্প্রতিক সময়ে বারবার বিতর্কে জড়িয়েছেন। অপহরণ ও ধর্ষণের অভিযোগে তাকে কারাগারেও যেতে হয়েছে। এই অভিযোগে গ্রেফতার হওয়ার পর আদালতের নির্দেশে অভিযোগকারিণীকেই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে বিয়ে করেন তিনি। তবে এটিই ছিল না তাঁর প্রথম বিয়ে। এর আগেই সালসাবিল মেহমুদকে বিয়ে করেছিলেন নোবেল। শোনা যায়, নোবেলের অসদাচরণের কারণেই তাঁদের দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়।
নোবেলের নতুন করে সংসার পাতা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখনই সামনে এল আরও এক চমকপ্রদ প্রশ্ন—নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল কি আবারও বিয়ে করবেন? সম্প্রতি এক লাইভ ভিডিওতে সালসাবিলকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন,
“হ্যাঁ, বিয়ে করতে পারি। তবে পাত্রকে আমার মা-বাবার সঙ্গে আগে কথা বলতে হবে।”
নোবেলের সাম্প্রতিক বিয়েকে ঘিরে সালসাবিল একটি ফেসবুক পোস্টেও পরোক্ষভাবে কটাক্ষ করেন। সেখানে তিনি লেখেন,
“এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বৌকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বৌকে আর একজনের জামাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে — খুবই হাস্যকর! গোপালগঞ্জের মানুষ বলে কথা!”
উল্লেখ্য, নোবেলের বাড়ি গোপালগঞ্জে। ফলে এই পোস্ট যে নোবেলকে উদ্দেশ্য করেই করা, তা সহজেই অনুমেয়।
এদিকে সালসাবিলের দাবি, এখনো নোবেলের সঙ্গে তার আইনি বিচ্ছেদ সম্পূর্ণ হয়নি। তাহলে কিভাবে আবার বিয়ে করতে পারেন নোবেল? যদিও এই প্রসঙ্গে নোবেল এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
মাত্র কয়েক দিন আগেই জানা যায়, সংশোধনাগারের ফটকে যাকে বিয়ে করেছেন, তিনি এখন সন্তানসম্ভবা। সেই অর্থে নোবেল এবার বাবা হতে চলেছেন। তবে আপাতত তিনি জামিনে মুক্ত আছেন।
গত কয়েক বছরে একাধিক মামলায় জড়িয়ে পড়েছেন নোবেল। একাধিক বিয়ে, প্রতারণা, গার্হস্থ্য হিংসা, এমনকি মাদকাসক্তির অভিযোগে থেকেও তিনি বিতর্কে ছিলেন। কিছুদিন আগেই তিনি মাদক নিরাময় কেন্দ্র থেকে মুক্ত হন। কিন্তু এরপরই আবার গ্রেফতার হন অপহরণ ও যৌন হেনস্থার অভিযোগে। ২০ মে থেকে তিনি কেরানীগঞ্জ সংশোধনাগারে ছিলেন। গ্রেফতার হওয়ার পর যিনি অভিযোগ করেছিলেন, তাকেই স্ত্রী হিসেবে দাবি করেন নোবেল, যদিও প্রাথমিকভাবে কোনো বৈধ বিবাহের কাগজ তিনি আদালতে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই সংশোধনাগারের ফটকে তাকে বিয়ে করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।