আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি বিহারের ছাপড়ায় ঘটেছে এক নাটকীয় ঘটনা, যা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। সদ্য বিবাহিত স্ত্রীর জন্য মোবাইল কিনতে গিয়েছিলেন এক যুবক। কিন্তু মোবাইলের দোকানেই প্রেমিকার হাতে ধরা পড়ে যান তিনি! এরপর কলার ধরে প্রকাশ্যে চড়-থাপ্পড় জোটে প্রতারক প্রেমিকের কপালে।
ঘটনার বিস্তারিত
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নববধূর জন্য মোবাইল কিনতে বাজারে গিয়েছিলেন ওই যুবক। হঠাৎ খবর পেয়ে সেখানে হাজির হন তার পুরনো প্রেমিকা। তিনি দাবি করেন, ওই যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু প্রতারণা করে অন্য কাউকে বিয়ে করেছেন। প্রকাশ্যে প্রেমিকার রোষানলে পড়ে যুবক তখন অস্বীকার করতে থাকেন। তিনি দাবি করেন, তিনি বিবাহিত নন।
ভিডিওতে দেখা যায়, তরুণী রেগে গিয়ে বলেন, “আমাদের দুই বছরের সম্পর্কটা কী ছিল? মোবাইল বন্ধ কেন?” উত্তরে যুবক বলেন, “আমি বিবাহিত নই!” তখনই তরুণী কলার ধরে বলেন, “এর প্রমাণ কী? আমি জানি তুমি বিয়ে করেছো!”
দোকানে উপস্থিত লোকজন পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত ওই তরুণী যুবকের কলার ধরে তাকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন।
বিশ্ব কাঁপানো রোমান্সের ভরপুর এই ওয়েব সিরিজগুলো, না দেখলে মিস করবেন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
সোমবার ‘সঞ্জু সিংহ’ নামে এক এক্স (Twitter) হ্যান্ডল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। হাজারো মানুষ ভিডিওটি দেখে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ মজার মন্তব্য করেছেন, আবার অনেকেই প্রতারিত প্রেমিকার প্রতি সহানুভূতি দেখিয়েছেন।
বি.দ্র.: ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।
बिहार के छपरा में प्रेमिका ने अपने प्रेमी को पीट दिया।।
नई नवेली दुल्हन के लिए मोबाइल लेने पहुंचा दूल्हा फिर आ पहुंची प्रेमिका।।
बेवफाई से नाराज़ प्रेमिका ने भरें बाजार में जमकर कर दी धुनाई।।#viralvideo pic.twitter.com/L8XkIC4Vut
— Sanju Singh (@sanju_singh24) March 17, 2025
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.