নববধূ সোহিনীকে দেখে অবাক নেটিজেনরা!

Sohini Sarkar

বিনোদন ডেস্ক : এই সবে বিয়ে সেরেছেন অভিনেত্রী সোহিনী সরকার। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছেন তিনি। বিয়ের পর থেকেই তাঁকে নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। চলেছে নানা চর্চা। তবে এবার সোহিনীকে দেখে খুশি তাঁর ভক্তরা। সম্প্রতি নতুন এক ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ হয়েছে। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন সোহিনী। নতুন বউয়ের রূপ দেখে হাঁ সকলেই।

Sohini Sarkar

মাথা ভর্তি সিঁদুর, হাতে শাঁখা পলা পরে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সদ্য বিবাহিতের ছাপ তিনি অটুট রেখেছেন এখনও তা দেখতে পেয়েই নেটিজেনরা খুশি। সবাই এক বাক্য বলছে, “কী সুন্দর লাগছে, আপনি যে এভাবে বিবাহিতের চিহ্ন বজায় রেখেছেন তা দেখে ভাল লাগছে”।

প্রসঙ্গত, তারাতলা থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ‘বাওয়ালি’তে বিয়ে করেছিলেন শোভন ও সোহিনী। হাজির ছিলেন টলিউডের চেনা মুখেরা। অতিথি সংখ্যা খুব একটা মন্দ হয়নি। তাঁদের পছন্দকরা ফার্মহাউজটি কি মধ্যবিত্তের নাগালেন মধ্যে? কত লাগে প্রতি দিন? আমআদমির সাধ্যে কি কুলোবে? এই একগুচ্ছ প্রশ্ন নিয়েই টিভিনাইন বাংলা যোগাযোগ করেছিল হাউজটির ম্যানেজার অর্ক চক্রবর্তীর সঙ্গে।

পেঁয়াজের দাম নিয়ে বিশাল সুখবর

তিনি বলেন, “ম্যামেরা (সোহিনী) গোটাটাই বুক করেছিলেন। ৩৫টি রুম, সুইমিং পুল সহ গোটাটাই।” খরচা কেমন? জানা গেল, একটি রুমের জন্য দিন প্রতি ৩৩০০ টাকা। এর মধ্যে জিএসটি ও কমপ্লিমেন্টরি ব্রেকফাস্ট কিন্তু ধরা আছে। আর গোটাটি নিতে গেলে? ম্যানেজারের কথায়, “গোটা নিতে গেলে আমাদের ভাড়া ২ লক্ষ ৮০ হাজার টাকা। তবে খাবার কিন্তু এর মধ্যে ধরা থাকে না। খাবার আমাদের থেকেই নিতে হয়। বাইরের খাবার বারণ।”