নবদম্পতির সম্পর্কের টানাপোড়েন ও রোমান্স এ ভরপুর নতুন ওয়েব সিরিজ!

Sreoshi Chatterjee

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা তুঙ্গে, বিশেষ করে নতুন ধরনের ওয়েব সিরিজের জন্য। এই তালিকায় নতুন সংযোজন “Courtship”, যা সম্পর্কের জটিলতা ও দাম্পত্য জীবনের এক ভিন্ন গল্প তুলে ধরবে।

Sreoshi Chatterjee

ওয়েব সিরিজের কাহিনি এক দম্পতিকে ঘিরে, যারা দু’বছর ধরে সুখে সংসার করছিলেন। কিন্তু একদিন স্বামী তার স্ত্রীকে পুরোনো প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলতে দেখে ফেলে, যার ফলে শুরু হয় দাম্পত্য কলহ। দু’জনই ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিলেও আদালতের পরামর্শে বাধ্য হয়ে ছয় মাস একসঙ্গে থাকতে সম্মত হয়।

এরপর স্ত্রী এমন এক প্রস্তাব দেয়, যা সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়—প্রত্যেকে নতুন পার্টনার খুঁজে নেবে! এরপর কী হবে? তা জানতে দেখতে হবে “Courtship”

iPhone 16e: কমমূল্যে পাওয়ারফুল A18 চিপ ও 48MP ক্যামেরার সেরা ফোন!

ওটিটি প্ল্যাটফর্ম “কোকু”-তে শিগগিরই মুক্তি পেতে চলেছে এই ওয়েব সিরিজ। মুখ্য চরিত্রে রয়েছেন শ্রেয়সী, কুনাল মেহেতা ও ভানু ঠাকুর। সিরিজটিতে রয়েছে সাহসী দৃশ্য ও আকর্ষণীয় গল্প, যা দর্শকদের আগ্রহ বাড়াবে।