নববধূ সেজে যশের সামনে দাঁড়ালেন নুসরাত

নুসরাত

বিনোদন ডেস্ক : পরনে লাল রঙের লেহেঙ্গা, গা ভর্তি গয়নায় একদম নতুন কনে নুসরত। অন্যদিকে রাজকীয় বেশে নুসরতের মনের মানুষ যশ দাশগুপ্ত। পরস্পরকে চোখে হারাচ্ছেন তাঁরা। নুসরতকে দেখে তো যশ বলেই দিলেন ‘হারিয়ে গেলাম… হৃদয়ে তোমার’। অনস্ক্রিনে তাঁদের রসায়ন এর আগেও দেখেছে দর্শক। তবে প্রথমবার এহেন অবতারে ধরা দিলেন ‘যশরত’। প্রকাশ্যে এল জুটির প্রথম মিউজিক ভিডিও ‘হারিয়ে গেলাম’।

নুসরাত

বাংলাদেশের মিউডিক ভিডিওতে একদম রয়্যাল লুকে দেখা মিলল জুটির। রাজকীয় প্রেম একদম জমজমাট। গানের কথা ও সুর তাপসের। গানে কন্ঠ দিয়েছেন পাপন ও লুইপা। টিএম রেকর্ডসের তরফ থেকে শুক্রবারই মুক্তি পেয়েছে এই গান। নুসরত-যশের বাস্তব জীবনের প্রেম এবার ফুটে উঠল মিউজিক ভিডিওয়।

এই গানের দৃশ্যায়নে রাজস্থানের ছোঁয়া রয়েছে। রাজপুত রাজা-রানির প্রেমকাব্য উঠে এসেছে দৃশ্যায়নে। ভিডিওটি এক ঝটকায় দেখলে আপনার এলোমেলো ভাবনায় উঠে আসবে ‘যোধা আকবর’ কখনও বনশালির ছবির কোনও গানের দৃশ্য।

HARIYE GELAM presenting  NUSRAT & YASH | TAPOSH featuring LUIPA & PAPON

গত কয়েক মাস নানান ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে যশরতের সম্পর্ক। তবে সব মুশকিল পরিস্থিতিতেই পরস্পরকে আগলে রেখেছেন তাঁরা। প্রকাশ্যেই যশকে নিজের স্বামী বলেও সম্বোধন করেছেন নুসরত। বুঝিয়ে দিয়েছেন বিয়ের পর্বটা সেরে ফেলেছেন তাঁরা। সেই বিয়ের ঝলক তো ফ্যানেরা দেখেনি। তবে সেই না দেখার আক্ষেপ কিছুটা হলেও পুষিয়ে দিল এই ভিডিও।