ন..গ্ন দৃশ্যে অভিনয় নিয়ে কী বললেন পার্ক

বিনোদন ডেস্ক : কোরীয় সিনেমা হিডেন ফেস মুক্তি পেতে যাচ্ছে। এতে নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন বলে অভিনেত্রী পার্ক জি–হিয়োনকে নিয়ে ইতোমধ্যেই সরগরম শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এ বিষয়টি নিয়েই মুখ খুললেন এ অভিনেত্রী।

Park

ন..গ্ন হয়ে ক্যামেরায় দাঁড়ানোর খবর প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে পার্ককে। যেখানেই যাচ্ছেন সেখানেই ঘিরে ধরছেন সাংবাদিকরা। অভিনেত্রী জানিয়েছেন দৃশ্যটির শুটিংয়ের সময় মোটেও নার্ভাস ছিলেন না তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পোশাক না পরাও একটি পোজ। নগ্নতাও আরেকটি পোশাক। তার কথায়, দৃশ্যটির শুটিংয়ে আমার নগ্নতা নিয়ে কোনো মনোযোগ ছিল না। সেই চরিত্রের মধ্যে ছিলাম, সেখানে নগ্নতা মূল বিষয় নয়।’

প্রসঙ্গত, হিডেন ফেস-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পার্ক জি–হিয়োন। সিনেমাটি নির্মাণ করেছেন কিম দে উ।

ভারতের যে গ্রামে মানুষ আর চিতাবাঘ একসাথে বসবাস করে

উল্লেখ্য, ২০১১ সালে স্প্যানিশ–কলম্বিয়ান সিনেমা হিডেন ফেস অবলম্বনে বানানো হয়েছে সিনেমাটি। এর আগে রিবর্ন রিচ নামের ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন পার্ক জি-হিয়োন।