বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার রাস্তার পাশাপাশি আকাশে উড়তে দেখা যাবে বাইক। কারণ দীর্ঘদিনের অপেক্ষার পর আমেরিকান বিমান সংস্থা ‘জেট প্যাক’ বিশ্বের প্রথম উড়ন্ত বাইকের বুকিং শুরু করেছে। যেখানে ব্যবহার করা হয়েছে আটটি শক্তিশালী জেট ইঞ্জিন। যার ফলে ৩০ মিনিটে ৯৬ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যাবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক এই ফ্লাইং বাইক সম্পর্কে।
ডিজাইন: চারকোণায় দুটি করে জেট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই বাইকে। যা বাইক রাইডারকে সুরক্ষা দিতে সক্ষম হবে। এটি ১৩৬ কেজি পর্যন্ত বাইক রাইডারের সাথে ২৫০ কেজি পর্যন্ত ওজন বহন করতে সক্ষম।
গতিবেগ: ৮০০ কিমি প্রতি ঘন্টায় বাতাসে উড়বে এই মোটরবাইক। সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে এই বাইকের গতিবেগ এতোটাই থাকবে যে ভালো পাইলট রাইডারের পক্ষেও নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।
উচ্চতা: এটি সর্বোচ্চ ১৬ হাজার ফুট উচ্চতায় যেতে সক্ষম। তবে যদি সেখানে নিয়ে যাওয়া হয় তাহলে এর জ্বালানী শেষ হয়ে যাবে এবং পাইলট আরোহীকে প্যারাসুটের প্রয়োজন হবে।
কন্ট্রোল সিস্টেম: এই বাইকের কন্ট্রোল সিস্টেম হবে ভিডিও গেমের মতো। যার ফলে শুধু বাইক রাইডই নয় একটি রোমাঞ্চকর অনুভূতিও পাবেন রাইডার। এ বাইকে ব্যবহৃত হয়েছে ফ্লাই বাই ওয়ার প্রযুক্তি, যেটি বোতামের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। টেক অফ ও ল্যান্ডের জন্য আলাদা আলাদা পুস বাটন রয়েছে।
এছাড়াও নিরাপত্তার কথা মাথায় রেখে কন্ট্রোলিং ইউনিট সেন্সর ব্যবহার করা হয়েছে। যা ওড়ার সময় বিভিন্ন গাছ বা বাড়ির মতো কিছু সামনে এলে স্বয়ংক্রিয়ভাবে বাইককে রক্ষা করতে সক্ষম হবে।
আটা মাখার সময় দিয়ে দিন জিনিসটি, রুটি হবে নরম তুলতুলে ও ফুলবে অনেক
দাম: সংস্থার তরফ থেকে জানা গিয়েছে ইতিমধ্যেই এই বাইকের বুকিং শুরু হয়েছে। যার প্রাথমিক মূল্য রয়েছে ৩.১৫ কোটি। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সেটি বাজারে লঞ্চ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।