বিনোদন ডেস্ক : বলিউডে প্রথম ছবিতেই সকলের নজর কেড়েছিলেন মন্দাকিনী। রাজ কাপুর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা ময়েলি’ ছবিতে গঙ্গা চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। সাহসী অভিনয়ের পাশাপাশি এই ছবিটি তাঁর জীবনে একাধিক স্মৃতি তৈরি করে দেয়।
ছবির শ্যুটিংয়ের সময় বেশ কিছু দৃশ্যের শুট করতে গিয়ে তাঁকে ঠান্ডা জলে বারবার ভিজতে হয়েছিল। এমনই এক দৃশ্য ছিল বিখ্যাত গান—‘তুঝে বুলায়ে ইয়ে মেরি বাহে’। এই গানটির জন্য মন্দাকিনীকে একটি নির্দিষ্ট পোশাকে শ্যুট করতে হয়েছিল এবং অনেকবার দৃশ্যটি রি-টেক করতে হয় পরিচালক রাজ কাপুরের নির্দেশে।
এই দৃশ্যের সময় মন্দাকিনী একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, যা তিনি পরবর্তী সময়ে একাধিক সাক্ষাৎকারে শেয়ার করেছেন। পোশাক পরিবর্তনের জন্য তাঁকে সেটের একটু দূরের গাছের আড়ালে যেতে হয়েছিল। সেই সময় রাজ কাপুর আশেপাশে ছিলেন, যদিও তাঁর উপস্থিতি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল এবং কোনও অসৌজন্যমূলক উদ্দেশ্য ছিল না।
ঘটনার পর মন্দাকিনী সরাসরি রাজ কাপুরের সঙ্গে কথা বলেন, এবং রাজজি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি গ্রহণ করেন। তিনি প্রতিশ্রুতি দেন, ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতির সম্মুখীন তাঁকে না হতে হয়, তার ব্যবস্থা তিনি করবেন। এবং তিনি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করেন বলেও অভিনেত্রী জানিয়েছেন।
‘রাম তেরি গঙ্গা ময়েলি’ একদিকে যেমন বক্স অফিসে সাফল্য পায়, তেমনি কিছু দৃশ্য নিয়ে সামাজিক আলোচনার জন্ম দেয়। তবে আজও ছবিটি ৮০ ও ৯০ দশকের বলিউড ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।