স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নোকিয়ার কথা সবাই শুনেছেন। এইচএমডি গ্লোবাল একটি কোম্পানি যারা সুপরিচিত নোকিয়া স্মার্টফোন তৈরি করে থাকে। নোকিয়ার স্মার্টফোন পূর্বের মতো আবার মার্কেটে জনপ্রিয় হতে শুরু করেছে।
বিশ্বব্যাপী ২২টি মার্কেটে জরিপ চালিয়ে দেখা হয় যে সেরা জনপ্রিয় ৫ ব্র্যান্ডের একটি হচ্ছে নোকিয়া স্মার্টফোন। এই স্মার্টফোন ম্যানুফ্যাকচারার কোম্পানির একটি বিশেষ কৌশল ছিল যে তারা যতটা সম্ভব কম দামে ভালো স্মার্টফোন সবার সামনে উন্মোচন করবে। বলার অপেক্ষা রাখে না যে এ কৌশল বেশ কাজে দিয়েছে এবং মানুষ আবার নোকিয়ার প্রতি ধাবিত হচ্ছে।
নোকিয়ার সবথেকে ভালো গুণ হচ্ছে এটি টেকসই এবং ব্যাটারি লাইফ অনেক ভালো। মাঝারি বাজেটের কাস্টোমারদের জন্য নোকিয়া অনেক ভালো কিছু অফার করছে।
২০২২ সালের মাঝামাঝি সময়ে নোকিয়া স্মার্টফোনের চাহিদা মার্কেটে বৃদ্ধি পাওয়ার পর হ্যান্ডসেটের শিপিং সংখ্যাও বাড়তে থাকে। ২০২২ সালের প্রথম কয়েক মাসে তিন মিলিয়ন নোকিয়া স্মার্টফোন বাজারজাত করা হয় যা আগের বছর থেকে ১২৬ শতাংশ বেশি।
আপনি যদি নকিয়া ব্র্যান্ডের হ্যান্ডসেট বাজারজাত করার সংখ্যাটা দেখেন তাহলে তা বেশ অভিভূত হওয়ার মতই। এইচএমডি গ্লোবাল কোম্পানি আশা করছে যে তারা পূর্বের থেকে বর্তমানে ৪২ শতাংশ বেশি স্মার্টফোন বাজারে বিক্রি করতে পারবে।
ম্যানুফ্যাকচারার কোম্পানির বর্তমান টার্গেট হচ্ছে যে ২০২২ সালের মধ্যে ১২.২৪ মিলিয়ন স্মার্টফোন ইউনিট সফলভাবে বিক্রি করা সম্ভব হবে।
প্রযুক্তিপ্রেমীরা প্রত্যাশা করছে যে মাঝারি বাজেটে নোকিয়া সেরা স্মার্টফোন হতে পারবে। কেননা অনেক ক্রেতা রয়েছে যারা হাই-এন্ড স্পেসিফিকেশন এর মোবাইল থেকে টেকসই বেশি হবে ও ভালো ব্যাটারি লাইফ আছে এরকম স্মার্টফোনকে প্রাধান্য দিয়ে থাকে। তাদের জন্য নোকিয়া সম্ভবত সেরা অপশন হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।