৪জি নেটওয়ার্কের সঙ্গে দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে নোকিয়ার এই ফিচার ফোন

Nokia

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে আসছে নোকিয়া 225 4G। এই ফোনে USB টাইপ সি চার্জিং পোর্ট-সহ পাবেন একাধিক ফিচার্স। রয়েছে 4G কানেক্টিভিটিও। স্মার্টফোন ইউজারদেরও পছন্দ হবে এই ফোন। দাম থাকতে চলেছে সাধ্যের মধ্যে। এতে পাবেন 3 মেগাপিক্সেল ক্যামেরা এবং ভালো ব্যাটারি ক্যাপাসিটি। চলতি বছরেই লঞ্চ হবে নোকিয়া 225 ফোন।

Nokia

নোকিয়ার ফোন নিয়ে বরাবর উত্সাহ থাকে মানুষের। যে কারণে এখনও বিশ্ব বাজারে নোকিয়া কি প্যাড ফোন বিক্রি করে থাকে HMD। 2020 সালে লঞ্চ হয় নোকিয়া 225। এবার শোনা যাচ্ছে, ফোনের নতুন ভার্সন আসতে চলেছে বাজারে। ভারতেও শীঘ্রই লঞ্চ হবে এই কি প্যাড ফিচার ফোন। কোম্পানি আশা করছে। নতুন ভার্সন সকলের পছন্দ হবে। কারণ এতে বেশ কিছু স্মার্ট ফিচার্স থাকবে।

টেক রিপোর্ট বলছে, নোকিয়া 225 4G ফোনের 2024 ভার্সন লঞ্চ হতে চলেছে। এতে পাওয়া যাবে বক্সি ডিজাইন। ফোনের পিছন দিকে পাবেন সিঙ্গেল ক্যামেরা সঙ্গে LED ফ্ল্যাশ। বেশ সাদামাটা ডিজাইনের সঙ্গে আসতে চলেছে এই ফিচার ফোন। যা ইউজারদের নিত্য ব্যবহারে কাজে আসতে পারে।

নোকিয়া 225 4G ফিচার্স

নোকিয়া ফোন বরাবরই টেকসই এবং মজবুত হয়। সেরকমই একটি হ্যান্ডসেট নোকিয়া 225 4G। আগের থেকে বেশি ফিচার্স নিয়ে আসতে চলেছে এই কি প্যাড ফোন। এতে পাওয়া যাবে 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং পাতলা বেজেল, থাকবে কি প্যাডও। সবথেকে বড় পরিবর্তন হতে চলেছে এতে পাওয়া যাবে USB টাইপ সি চার্জিং পোর্ট।

নোকিয়া 225 4G ফোনে পাওয়া যাবে 64 এমবি ব়্যাম এবং 128 এমবি ইন্টার্নাল স্টোরেজ। কি প্যাড ফিচার ফোনগুলিতে সাধারণত এরকমই স্ট্যান্ডার্ড স্টোরেজ পাওয়া যায়। তবে যারা বেশি ছবি সেভ করতে চান তারা মাইক্রো SD কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়াতে পারেন। ফিচার ফোনে ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 1450mAH যা 2020 সালের ভার্সনের থেকে বেশি। একবার চার্জে অনেকদিন চলবে এই ফিচার ফোন।

ক্যামেরা কোয়ালিটিও আগের থেকে বাড়ানো হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে সিঙ্গেল ক্যামেরা পাওয়া যাবে। থাকবে 3 মেগাপিক্সেল ক্যামেরা সঙ্গে LED ফ্ল্যাশ। আগের মডেলে ছিল 0.8 মেগাপিক্সেল ক্যামেরা। এতে নতুন অপারেটিং সিস্টেমও পাওয়া যাবে। তবে দুঃখের বিষয় হল, এই অপারেটিং সিস্টেমে মডার্ন অ্যাপ চালানো যাবে না।

জুম করে ছবিতে লুকানো কুকুরটি খুঁজুন, ৯৯% মানুষ ব্যর্থ হন

ছবি তোলা, রেডিও শোনা, কথা বলার জন্য একটি সেরা বিকল্প হতে পারে। এছাড়াও নোকিয়ার ফোন মজবুত এবং টেকসই হওয়ায় বিল্ড কোয়ালিটি নিয়ে নিশ্চিন্ত থাকবেন। এতে 3.5 mm হেডফোন জ্যাকও পাওয়া যাবে। ভারতে কবে এই কি প্যাড ফোন লঞ্চ হবে তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি নোকিয়া বা HMD।