বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইনবিল্ট স্টিরিও ইয়ারফোন সহ ভারতে এল Nokia 5710 XpressAudio ফিচার ফোন। নোকিয়া এই ফিচার ফোনটিতে রয়েছে ২.৪-ইঞ্চি QVGA ডিসপ্লে। সঙ্গে পাবেন একটি Unisoc T107 চিপসেট। হ্যান্ডসেটে স্ক্রিনের দুই পাশেই মিউজিক কন্ট্রোলের বোতাম রয়েছে।
হ্যান্ডসেটটিতে ডিসপ্লের নিচে একটি T9 কীবোর্ড রয়েছে। স্মার্টফোনটির পিছনে পাবেন একটি ০.৩-মেগাপিক্সেল ক্যামেরা। হ্যান্ডসেটটিতে পাবেন একটি ১৪৫০mAh ব্যাটারি প্যাক। যা খুলতে পারবেন আপনি। Nokia 5710 XpressAudio কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে। কোম্পানির মতে ১৯ সেপ্টেম্বর অন্যান্য বড় খুচরা দোকানে বিক্রি হবে এই ফিচার ফোন।
Nokia 5710 XpressAudio এর দাম
ভারতে সদ্য লঞ্চ হওয়া Nokia 5710 XpressAudio-এর দাম করা হয়েছে ৬,৪৯৯ টাকা। বর্তমানে হ্যান্ডসেটটি কোম্পানির ওয়েবসাইটে ৪৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এটি কালো ও সাদা দুই রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। আগেই উল্লেখ করা হয়েছে, Nokia 5710 XpressAudio কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে ও ১৯ সেপ্টেম্বর খুচরা দোকানে বিক্রি হবে এই ফোন।
Nokia 5710 XpressAudio স্পেসিফিকেশন
ডুয়াল সিম (ন্যানো) Nokia 5710 XpressAudio-এ রয়েছে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে। ফোনটি একটি Unisoc T107 চিপসেটে চলে। Nokia এর S30+ OS এ চলে এই ফোন। মনে রাখবেন, ফোনে ইনবিল্ড ওয়্যারলেস ইয়ারবাড পাওয়া যাবে। যা এই ফোনের অন্যতম আকর্ষণ এটি ৪৮MB পর্যন্ত RAM এর সাথে ১২৮MB ইনবিল্ড স্টোরেজ দিয়ে সজ্জিত। যা একটি microSD কার্ড স্লটের মাধ্যমে ৩২GB পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফিচার ফোনটি ব্লুটুথ v5 সংযোগ ও চার্জ করার জন্য একটি মাইক্রো USB পোর্ট সাপোর্ট করে।
Vivo Y22: এ ছাড়াও সম্প্রতি দেশে ভিভো ওয়াই২২ (Vivo Y22) ফোন লঞ্চ হয়েছে। ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series Phone) এই ফোনে রয়েছে একটি ৬.৫৫ ইঞ্চির LCD ডিসপ্লে। সেখানে আবার HD+ রেজোলিউশন রয়েছে। ভিভো ওয়াই২২ ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। আপাতত ভিভো কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। দুটো রঙে এখন পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই২২ ফোন। এই ফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।