আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে ব্যর্থ হওয়ায় ফিনিশ টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া তাদের দীর্ঘমেয়াদি মুনাফার লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) নকিয়া জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে কম্পেয়ার্যাবল অপারেটিং মার্জিনের লক্ষ্যমাত্রা কমপক্ষে ১৪ শতাংশ থেকে কমিয়ে কমপক্ষে ১৩ শতাংশে নামানো হয়েছে। যদিও আগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন এখনও সম্ভব বলে মনে করে কোম্পানিটি। কিন্তু তাদের মোবাইল নেটওয়ার্ক ব্যবসার বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করে মুনাফার লক্ষ্যমাত্রা কমিয়ে আনাই সঠিক সিদ্ধান্ত হিসেবে দেখছে তারা।
এর আগে গত সপ্তাহে এটিঅ্যান্ডটির সঙ্গে একটি বড় চুক্তি করতে ব্যর্থ হয় নকিয়া। এরপরেই তারা সর্তক করে দেয় যে এই চুক্তি না হওয়ায় তাদের দুই অংকের অপারেটিং মার্জিনে পৌঁছতে আরও দুই বছর সময় প্রয়োজন পড়বে। কারণ চুক্তি না হওয়ায় তাদের ফাইভ জি নেটওয়ার্ক ব্যবসা আগামী দুই বছরেরও বেশি সময়ে চ্যালেঞ্জের মুখে পড়বে।
১৪ বিলিয়ন ডলারের চুক্তিটির আওতায় এরিকসনকে মার্কিন কোম্পানিটির জন্য একটি উন্মুক্ত নেটওয়ার্ক তৈরি করতে হতো। এতে করে ওই মার্কিন কোম্পানির ফাইভ জি সরঞ্জামের প্রাথমিক সরবরাহকারী হয়ে উঠতো সুইডিশ কোম্পানিটি।
কিন্তু চুক্তি করতে ব্যর্থ হওয়ায় তা আর হচ্ছে। এতে আবারও মোবাইল নেটওয়ার্কে নকিয়ার প্রতিযোগিতার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে ফাইভ জির প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল কোম্পানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।