বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এতসব স্মার্টফোন ও উন্নত প্রযুক্তির ডামাডোলের মধ্যে মানুষ আবারও ফিরে যেতে চাচ্ছে পুরনো নকিয়া বাটন মোবাইলের যুগে। সম্প্রতি স্পেনভিত্তিক সংবাদমাধ্যম আল পাইসের এক প্রতিবেদনে বলা হয়, প্রযুক্তির দুনিয়ায় মানুষ হঠাৎ করে পুরনো বাটন মোবাইলের যুগে ফিরে যেতে চাচ্ছে। বিশেষ করে নকিয়ার অ্যানালগ বাটন মোবাইলের বিক্রি বৃদ্ধি সেই সংকেতই দিচ্ছে।
নকিয়া মোবাইলের উৎপাদনকারী প্রতিষ্ঠান হেইলি ডোড জানিয়েছে, ২০২২ সালে নকিয়ার বাটন ফোন বিক্রি ২০২১ সালের তুলনায় দ্বিগুণ বেড়েছে। ২০২৩ সালেও যে হারে বাটন ফোন বিক্রি হচ্ছে, তা আগের তুলনায় অনেক বেশি। ধারণা করা হচ্ছে, চলতি বছরের অ্যানালগ ফোন বিক্রি বিগত সময়ের রেকর্ড ছাড়িয়ে যাবে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে শুধু আমেরিকার বাজারেই ২৮ লাখ অ্যানালগ ফোন বিক্রি হয়েছে। অবাক করার ব্যাপার হচ্ছে, তরুণ সমাজের মধ্যে অ্যানলগ ফোনের চাহিদা আগের তুলনায় অনেক বেড়েছে।
সুইস কোম্পানি পুঙ্কটের এক পরিসংখ্যানে বলা হয়েছে, বর্তমানে তরুণরা আগের তুলনায় ৩০ শতাংশ বেশি অ্যানালগ ফোন কিনছেন। একসময়ের নকিয়া-১১০০ বা সিমেন্স, সোনি এরিকসনের অ্যানালগ মডেলের মোবাইলগুলো ব্যবহারকারীদের মধ্যে বড় রকমের সাড়া ফেলেছিল। বিশেষ করে এসব মোবাইলের স্থায়িত্ব এবং সহজে ব্যবহারের গুণ মানুষকে বহু বছর ধরে মুগ্ধ করে রেখেছিল।
তবে বাজারে অ্যাপলের স্মার্টফোন এবং ব্ল্যাকবেরির বৈচিত্র্যময় মডেল এবং স্পেসিফিকেশনের তোপে হারিয়ে যায় নকিয়ার সেই বহু পরিচিত অ্যানালগ মডেলের ফোনগুলো। অনেকেই ধারণা করেছিলেন, এসব মডেলের ফোনের গ্রহণযোগ্যতা আজীবনের জন্য হারিয়ে গেছে।
তবে হঠাৎ করে কেন অ্যানালগ ফোনের দিকে ঝুঁকছেন ক্রেতারা, এমন প্রশ্নের জবাবে তারা জানান, হাইপারকানেক্টেভিটির যুগে এত বেশি যোগাযোগ এবং কোলাহলে এক রকমের দমবন্ধ অবস্থার সৃষ্টি হয়েছে। ম্যাসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, জিমেইল, টিন্ডারের মতো অ্যাপের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাস্তব জীবনের যোগাযোগ ব্যবস্থা। দেখা যাচ্ছে, দিনের পর দিন চলে গেলেও পরিবারের সদস্যদের সঙ্গে মন খুলে কথাবার্তা হয় না।
তাছাড়া স্মার্টফোনে আসক্তির কারণে তরুণদের মধ্যে হতাশার পরিমাণ বাড়ছে বলেও জানিয়েছে সাম্প্রতিক কয়েকটি গবেষণা। এই হতাশা থেকে মুক্তি পেতেই আবার অ্যানালগ যুগের নকিয়া ফোনের দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম। অনেকেই বলছেন, আবার ফিরে আসতে যাচ্ছে নকিয়ার সেই স্বর্ণালী যুগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।