বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নকিয়া বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে দুটি দেশে তৈরি বাজেট ফোন, যার একটি মিড-রেঞ্জ ক্যাটাগরিতে পড়ছে। এই দুটি মডেলই দেশের অনুমোদিত পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত। ফোনগুলোতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, উন্নত ক্যামেরা এবং আকর্ষণীয় উপহার।
Nokia C32: শক্তিশালী ক্যামেরা ও গ্লাস ব্যাক ডিজাইন
Nokia C32 মডেলটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রেজুলিউশন ৭২০x১৬০০ পিক্সেল। ক্যামেরা বিভাগে রয়েছে:
- ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা
- ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি রিয়ার ক্যামেরা
- ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
ফোনটি ৫০০০ এমএএইচ ব্যাটারিচালিত এবং এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্মার্টফোনটি ৭ জিবি র্যাম ও ৬৪ জিবি রমে চালিত হওয়ায় এটি একবার চার্জে চলবে টানা ৩ দিন পর্যন্ত।
ফোনটির ডিজাইনে আছে গ্লাস ব্যাক, যা এই দামের রেঞ্জে প্রথম বলে দাবি করেছে কোম্পানিটি।
কালার অপশন: ক্যারোকাল ব্ল্যাক ও অটাম গ্রিন
মূল্য: ১৩,৪৯৯ টাকা
উপহার: নয়েজ ক্যানসেলিং এয়ার বাডস
Nokia C22: মজবুত বডি ও লং লাস্টিং ব্যাটারি
Nokia C22 মডেলটিতেও রয়েছে ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে এবং ৭২০x১৬০০ পিক্সেলের রেজুলিউশন। ক্যামেরা সেটআপে থাকছে:
- ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা
- ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা
- ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৫ জিবি র্যাম এবং ৬৪ জিবি রম।
ডিভাইসটির বডি গঠনে ব্যবহার করা হয়েছে মেটাল শ্যাসি, ২.৫ডি টাফেনড গ্লাস ফ্রন্ট, এবং পলিকার্বনেট ব্যাক।
কালার অপশন: ব্ল্যাক ও স্যান্ড
মূল্য: ৯,৯৯৯ টাকা
উপহার: টি-শার্ট ও এক্সক্লুসিভ এয়ারবাডস
অতিরিক্ত উপহার ও গ্যাজেটস
এই দুটি ফোনের সঙ্গেই থাকছে আরও কিছু এক্সক্লুসিভ গ্যাজেটস এবং অন্যান্য উপহার, যা ক্রেতাদের জন্য বাড়তি সুবিধা নিয়ে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।