দুর্দান্ত ফিচার নিয়ে মাত্র ১০ হাজার টাকারও কমে লঞ্চ হল নোকিয়ার নতুন স্মার্টফোন

Nokia C32

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই স্মার্টফোনটি ১০ হাজার টাকার কম দামে ভারতে এসেছে। তাই আপনি যদি ১০ হাজার টাকার মধ্যে একটি ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই ফোনটি কিনে নিতেই পারেন। সস্তায় ফোন কেনার কথা আসলেই লাভার সঙ্গে সঙ্গে আরও যে একটি কোম্পানির নাম আসে, তা হল নকিয়া।

Nokia C32

কোম্পানিটি ভারতীয় বাজারে অনেক কম দামে নতুন নতুন সব স্মার্টফোন আনে। নকিয়ার কম দামের স্মার্টফোনগুলি বিরাট জনপ্রিয়। ইতিমধঅযেই Nokia C32 স্মার্টফোন ভারতে লঞ্চ হয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা হল এটি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন। ফোনটিতে 2টি স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং 3টি কালার অপশনে বাজারে এসেছে। Nokia C32 এ দু’টি ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 10,000 টাকার কম দামে ভারতে এসেছে। তাই আপনি যদি 10,000 টাকার মধ্যে একটি ফোন কেনার প্ল্যান করে থাকেন, তাহলে এই ফোনটি কিনে নিতেই পারেন।

ভারতে Nokia C32-এর 4GB + 64GB ভ্যারিয়েন্টের দাম 8999 টাকা। এর 4GB + 128GB ভ্যারিয়েন্ট 9499 টাকায় লঞ্চ করা হয়েছে। ফোনটি Nokia ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কিনে নিতে পারবেন। এছাড়াও আপনি প্রতি মাসে 1584 টাকার নো-কস্ট ইএমআই-তেও কিনতে পারবেন।

এই ফোনটিতে একটি 6.55-ইঞ্চি কার্ভড 2.5D ডিসপ্লে রয়েছে, যা HD রেজোলিউশনের। এই ফোনটিতে Android 13 ব্যবহার করা হয়েছে। Nokia C32-এ অক্টা-কোর প্রসেসর পেয়ে যাবেন। ফোনের র‍্যাম 7 জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। ফোনে 2 বছরের সিকিউরিটি আপডেটও পেয়ে যাবেন।

Nokia C32-তে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সামনের ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, যা AI সাপোর্ট করে। 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সরও পেয়ে যাবেন। সামনে একটি 8-মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, যা ওয়াটারড্রপ নচের মধ্যে রয়েছে।

আম্রপালিকে পাহাড়ে নিয়ে উদ্দাম রোমান্সে মাতলেন নিরহুয়া, একা দেখুন

Nokia C32-এ রয়েছে 5,000 mAh এর ব্যাটারি। কোম্পানির দাবি একবার চার্জে ফোনটির ব্যাটারি 3 দিন পর্যন্ত থাকবে। ফোনে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগানো হয়েছে। কানেক্টিভিটি অপশনের জন্য এই ফোনটি USB Type-C পোর্ট, 3.5mm অডিয়ো জ্যাক দেওয়া হয়েছে।