বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টেলিকম খাতে বিদ্যমান রেডিও নেটওয়ার্ক অবকাঠামোর উন্নয়ন ও ফাইভজি পরিষেবা বিস্তারে টি-মোবাইল পলস্কার সঙ্গে ১০ বছরের চুক্তি করেছে নকিয়া। খবর ইটিটেলিকম।
চুক্তির অংশ হিসেবে ফিনল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠানটি টি-মোবাইলের নেটওয়ার্কে তাদের শেয়ার ৫০ শতাংশে উন্নীত করবে। বিনিয়োগ কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে বলে জানা গেছে। টি-মোবাইল পলস্কাকে সর্বাধুনিক এয়ারস্কেল ইকুইপমেন্টের অন্তর্গত সিঙ্গেল আরএএন, এয়ারস্কেল বেজ স্টেশন এবং ইনডোর ও আউটডোর কভারেজের জন্য ফাইভজি ম্যাসিভ মিমো অ্যান্টেনা সরবরাহ করবে।
টি-মোবাইল পলস্কা লোয়ার ব্যান্ডের জন্য ফোরজি ও ফাইভজি ডায়নামিক স্পেকট্রাম এবং পরবর্তী সময়ে ফাইভজি অধিভুক্ত প্রত্যন্ত অঞ্চলে ৩ দশমিক ৫ গিগাহার্টজের স্পেকট্রাম ব্যান্ড ব্যবহারের পরিকল্পনা করেছে। এটি একই সঙ্গে ব্যবহারকারীদের চাহিদা পূরণে ফাইভজি ও ফোরজি এলটিই সংযোগ ব্যবহারের সুবিধা দেবে।
ব্যবহার অযোগ্য ডিভাইসে উইন্ডোজ ১১ ব্যবহার নিয়ে যা জানালো মাইক্রোসফট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।