Nokia G11 Plus: এক চার্জেই চলবে টানা ৩ দিন!

Nokia G11 Plus

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি লঞ্চ হয়েছে Nokia G11 Plus। সংস্থার Smartphone লাইনআপের মধ্যে এই ফোনটি বেশ জনপ্রিয়তা লাভ করবে বলে মনে করছে সংস্থার আধিকারিকরা। ফোনে রয়েছে HD+ ডিসপ্লে এবং Unisock চিপসেট। ফোনে দেওয়া হয়েছে Android 12। এছাড়াও সংস্থার তরফে জানানো হয়েছে, ফোনটি লঞ্চ করার 2 বছর পর্যন্ত আপগ্রেড করা হবে। এবং তিন বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
Nokia G11 Plus
ফোনটির ভারতে কত দাম রাখা হবে ভারতে কবে থেকে পাওয়া যাবে সেবিষয়ে সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। এমনকী ভারতে এই মডেলটি আদৌ লঞ্চ করা হবে কিনা সেবিষয়ে জানানো হয়নি। তবে খুব শীঘ্রই ফোনটি বিশ্ব বাজারে লঞ্চ করা হতে পারে। সুতরাং সেই হিসেবে ভারতেও পাওয়া যাবে ফোনটি। এমনই ধারণা করা হচ্ছে। ফোনে কী কী ফিচার দেওয়া হয়েচে? জানুন এই প্রতিবেদনে।

Nokia G11 Plus Feature-
Nokia G11 Plus ফোনে দেওয়া হয়েছে একটি 6.5 ইঞ্চি HD ডিসপ্লে। যার পিক্সেল রেজ়লিউশন 720X1600 এবং অ্যাসপেক্ট রেশিও 20:9। ফোনের রিফ্রেশ রেট 90Hz। প্রসেসরের বিষয়ে বলতে গেলে ফোনে রয়েছে অক্টা কোর Unisock T606 প্রসেসর। থাকছে 4GB RAM এবং 64GB হার্ড ড্রাইভ। যা 512 GB পর্যন্ত Microsd কার্ড ব্যবহার করে বৃদ্ধি করা সম্ভব। ফোনে রয়েছে ডুয়েল সিম কানেক্টিভিট। Android 12 এর উপর কাজ করবে ফোনটি। ফোনের ব্যাকসাইডে রয়েছে একটি LED ফ্ল্যাশ লাইট।

ফোনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা সেন্সরটি 50MP-র। এবং সেকেন্ডারি ক্যামেরা 2MP-র। এর অ্যাপার্চার 2.4। এবং দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এছাড়াও সেলফির জন্য রয়েছে 8MP সেলফি ক্যামেরা। 18W ফার্স্ট চার্জিংয়ের সঙ্গে রয়েছে 5000mAh ব্যাটারি। ফলে চার্জ হতে যেমন কম সময় লাগবে তেমনই সিঙ্গল চার্জে দীর্ঘক্ষণ চলবে।

সংস্থার তরফে জানানো হয়েছে একবার চার্জ দিলে 3 দিন চার্জ থাকবে। ফলে ব্যবহার করতে কোনও সমস্যা হবে না।

এই ফোনটি ভারতে কবে লঞ্চ করা হবে সেবিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি। এমনকী ফোনটির দাম কত হবে সেবিষয়েও কিছু জানানো হয়নি।

শাওমির নতুন ফোনে তিন ক্যামেরা, রয়েছে দানবীয় সেন্সর