বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: এক সময়ের মার্কেট লিডার টেক জায়ান্ট নকিয়া বাজারে নিয়ে এসেছে বাজেট ফ্রেন্ডলি নতুন স্মার্টফোন। নকিয়া জি২১ নতুন মডেলের এই ফোনটির বাজার মূল্য ১৫ হাজার টাকারও কম।
ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেলের ডিসপ্লে, অ্যাসপেক্ট রেশিও ২০:৯। উনিসক চিপসেটের ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। ৪ ও ৬ জিবি র্যামের ফোনটিতে রমের দুটি ভেরিয়েন্ট রয়েছে ৬৪ জিবি ও ১২৮ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।
১৮ ওয়াড ফাস্ট চার্জ সুবিধাসহ ফোনটিতে রয়েছে ৫০৫০ এমএএইচ ব্যাটারি। ঝকঝকে ছবি পেতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর। সিকিউরিটির জন্য ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে।
৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের ফোনের ভেরিয়েন্টের দাম ১২ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যামের ও ১২৮ জিবি রম ভেরিয়েন্টের দাম পড়বে ১৪ হাজার ৯৯৯ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।