বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: গত ফেব্রুয়ারিতে HMD Global, গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল Nokia G21 ফোনটি। এখন এই ফোনটি ভারতে এল। এদেশে ফোনটির দাম শুরু হয়েছে ১২,৯৯৯ টাকা থেকে। সেক্ষেত্রে Nokia G21 ভারতে Redmi Note 11, Realme 9i, Samsung Galaxy M32 এর মতো ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। কোম্পানির দাবি ফোনটি তিনদিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। এছাড়া এই ফোনে পাওয়া যাবে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, Unisoc T606 প্রসেসর ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন Nokia G21 এর দাম ও সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Nokia G21 ফোনের দাম ও লঞ্চ অফার
ভারতে নোকিয়া জি২১ ফোনের ৪ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। আবার ফোনটির ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। ডাস্ক ও নর্ডিক ব্লু কালারে এসেছে ফোনটি। নোকিয়া জি২১ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও বড় বড় ই-কমার্স সাইট থেকে কেনা যাবে। লঞ্চ অফার হিসেবে Bajaj Finserv কার্ড ব্যবহারকারীরা এই ফোনের সাথে ট্রিপল জিরো ফাইন্যান্স এর সুবিধা উপভোগ করতে পারবে।
উল্লেখ্য গ্লোবাল মার্কেটে Nokia G21 এর ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ১৭০ ইউরো (প্রায় ১৩,৯০০ টাকা)।
Nokia G21 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার
ডুয়েল সিমের নোকিয়া জি২১ ফোনে আছে ৬.৫ ইঞ্চির এইচডি+ (৭২০ x ১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ, এসপেক্ট রেশিও ২০:৯ এবং টাচ স্যাম্পলিং রেট ১৮০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬০৬ প্রসেসর৷ ডিভাইসটি ৬ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়ানো যাবে।
ক্যামেরার কথা বললে, Nokia G21 ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এতে সুপার রেজোলিউশন এবং নাইট মোডের মত ফিচার মিলবে৷ এছাড়া ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
Nokia G21 এসেছে ৫,০৫০ এমএএইচ ব্যাটারি সহ, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে রিটেল বক্সে ১০ ওয়াট চার্জার পাওয়া যাবে। আপাতত এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ প্রি-ইনস্টলড থাকলেও, পরবর্তীতে অ্যান্ড্রয়েড ১২ এবং অ্যান্ড্রয়েড ১৩ আপডেট আসবে বলে নোকিয়া জানিয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Nokia G21 ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। ফোনটি OZO স্পেশিয়াল অডিও ক্যাপচার সাপোর্ট সহ এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।