বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এইচএমডি গ্লোবাল বাজেট রেঞ্জে তাদের Nokia G310 5G এবং Nokia C210 ফোনদুটি ইউএসের মার্কেটে লঞ্চ করেছে। সবচেয়ে বড় কথা এই 5জি ফোনে নর্ডিক ডিজাইন যোগ করা হয়েছে জার ফলে নিজেই এই ফোন সারিয়ে নেওয়া যাবে।
এছাড়া উভয় ফোনে সুন্দর স্পেসিফিকেশন তো আছেই। এই পোস্টে নতুন নোকিয়া ফোনদুটি সম্পর্কে বিস্তারিত জানাও হল।
Nokia G310 5G ফোনটির দাম 186 ডলার অর্থাৎ প্রায় 15 হাজার টাকা থেকে শুরু। আগামী 24 আগস্ট থেকে এই ফোনটির সেল শুরু হবে। একইভাবে Nokia C210 ফোনটি 109 ডলার অর্থাৎ প্রায় 9,000 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি আগামী 14 সেপ্টেম্বর থেকে সেল করা হবে।
ডিসপ্লে: Nokia G310 5G ফোনে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 20:9 আসপেক্ট রেশিও, 720 x 1612 পিক্সেল রেজলিউশন, 90Hz রিফ্রেশরেট এবং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।
প্রসেসর: এই ফোনে অক্টাকোর স্ন্যাপড্রাগন 480+ প্রসেসর রয়েছে। এর সঙ্গে এতে অ্যাড্রিনো 619 জিপিইউ যোগ করা হয়েছে।
স্টোরেজ: এই ফোনে 4GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রোএসডি কার্ড দেওয়া হয়েছে। এর সাহায্যে ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 20W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলও থেকে বাঁচানোর জন্য IP52 রেটিং, ডুয়েল সিম 5G, 4G, এইফি, ব্লুটুথ 5.1 এর মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।
ওজন এবং ডায়মেনশন: এই ফোনটি 165.0 x 75. 8 x 8.55 এমএম পাতলা এবং ওজন 193.8 গ্রাম।
Nokia C210 এর বিস্তারিত :
ডিসপ্লে: Nokia C210 ফোনে 6.3 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এতে 720 x 1560 পিক্সেল রেজলিউশন, 20:9 আসপেক্ট রেশিও এবং কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।
প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: এই ফোনে 3GB RAM + 32GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এতে মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনটির স্টোরেজ 512জিবি পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে LED ফ্ল্যাশ সহ 13MP প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা আছে।
ব্যাটারি: এতে 10W চার্জিং সাপোর্টেড 3000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ওএস: ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন সেন্সর, IP52 রেটিং, ডুয়েল 4জি ভিওএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.0 এর মতো প্রয়োজনীয় ফিচার আছে।
বৃদ্ধ বয়সে সুন্দরীদের সাথে ঘনিষ্ঠ দৃশ্য ঝড় তুলেছেন এই অভিনেতারা
ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 159.5 × 73.9 × 8.6 এমএম এবং ওজন 167.8 গ্রাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।