বর্তমানে ফাইভ-জি স্মার্টফোনের ডিমান্ড অনেক বেশি। ইন্টারনেটের ছড়ানো একটা রিউমর অনুযায়ী দুর্দান্ত স্পেসিফিকেশনের nokia 5g স্মার্টফোন মার্কেটে আসতে যাচ্ছে। ১৬ র্যাম এবং ২০০ মেগাপিক্সেলের ক্যামেরার মত দুর্দান্ত ফিচার থাকতে পারে ওই হ্যান্ডসেটে।
নোকিয়ার স্মার্টফোনের ডিসপ্লের সাইজ ৬.৭ ইঞ্চি। ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন টু চিপসেট দ্বারা এ হ্যান্ডসেট রান করা হবে।
নোকিয়া হ্যান্ডসেটে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজের ফিচার পাওয়া সম্ভব। এটির প্রাইমারি ক্যামেরা হতে পারে ২০০ মেগাপিক্সেল। পাশাপাশি ৪৮ মেগাপিক্সেল ও ৬৪ মেগাপিক্সেলের দুইটি ক্যামেরা লেন্স ইনস্টল থাকার কথা।
স্মার্টফোনটির সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইনস্টল করা থাকবে। ৭৯৫০ মেগাহার্জ এর ব্যাটারি ইনস্টল করা থাকবে স্মার্টফোনটিতে। পাশাপাশি 180 ওয়াটের ফাস্ট চার্জিং এর অপশন তো পেয়ে যাবেন। ইউএসবি টাইপ সি পোর্ট এর ফিচারও দেওয়া থাকবে। মার্কেটে আসার পর স্মার্টফোনটির দাম হতে পারে ৪৪ হাজার রুপি ও ৫৫ হাজার টাকা।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel