বহুল আকাঙ্ক্ষিত Nokia N73 5G স্মার্টফোনটি অক্টোবরের ২৭ তারিখে বিশ্বব্যাপী উন্মোচিত হতে যাচ্ছে। এই হ্যান্ডসেটের সবথেকে আকর্ষণীয় ফিচার হচ্ছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা। সর্বশেষ এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকবে নোকিয়ার স্মার্টফোনটিতে।
স্মার্টফোনের ডিসপ্লে এর সাইজ হবে ৬.৯ ইঞ্চি। এমোলেড প্যানেলের স্ক্রিন ব্যবহার করা হয়েছে এবং রেজুলেশন ১৪০০ গুণ ৩২০০ পিক্সেল। কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান চিপসেট দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে।
১০, ১২ ও ১৬ জিবি র্যামের তিনটি ভেরিয়েন্ট এর ফোন বাজারে পাওয়া যাবে। পাশাপাশি 128, 256 ও 512 জিবি স্টোরেজের স্মার্টফোন মার্কেটে অ্যাভেইলেবল থাকবে।
২০০ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল এর চারটি ক্যামেরা লেন্স স্মার্টফোনটির পেছনে থাকবে। হ্যান্ডসেটের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
৬০০০ মেগাহার্জের লিথিয়াম আয়নের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে। পাশাপাশি ৬৫ ওয়াট এর ফাস্ট চার্জিং ফিচার স্মার্টফোনটির সাথে আপনি পেয়ে যাবেন।
নোকিয়া ব্র্যান্ডের লাইসেন্সধারী এইচএমডি গ্লোবাল নতুন Nokia N73 দিয়ে সেই সাফল্যকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করতে পারে। চীনের CNMO নতুন Nokia N73 সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। ফোনটি 200-মেগাপিক্সেলের Samsung ISOCELL HP1 প্রাথমিক সেন্সরের কাজ করছে বলে জানা গেছে ও এ সম্পর্কে ২০২১ সালের সেপ্টেম্বরে ঘোষণা করা হয়েছিল এবং এই মাসের মধ্যেই আত্মপ্রকাশ করার আশা করা হচ্ছে।
উল্লেখযোগ্যভাবে, HMD গ্লোবাল 2019 সালে Nokia 9 PureView নামে তার প্রথম পেন্টা ক্যামেরা ফোন নিয়ে এসেছিল। এই ফোনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছিলো, বৃত্তাকার ক্যামেরা বসানোর জন্য কিছু মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। যাইহোক, এটি সফ্টওয়্যার জনিত কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলো ও ক্যামেরা সিস্টেম একটু অদ্ভুত ছিলো।
Nokia N73 5G স্মার্টফোনের প্রাইস হতে পারে ৪৫ হাজার রুপি ও ৫৫ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।