জুমবাংলা ডেস্ক : বর্তমান যুগে মানুষ স্মার্টফোন ছাড়া অচল। এদিকে মানুষের সেই চাহিদার কথা মাথায় রেখে একের পর এক ফোন লঞ্চ করে চলেছে কোম্পানিগুলি। রেডমি, স্যামসাং, ভিভো-র মতো কোম্পানিগুলি প্রায়শই নতুন নতুন কিছু ফোন লঞ্চ করে সকলকে চমকে দেয়।
কিন্তু এবার চমক দেওয়ার পালা নকিয়ার। একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে নোকিয়া – Nokia 6310 5G। বলা হচ্ছে যে এই দুর্দান্ত স্মার্টফোনটির ভিতরে আপনি 4GB RAM এবং 6GB RAM-এর মতো অপশন পাবেন, এছাড়াও এটিও বলা হচ্ছে যে এর ভিতরে আপনি ব্লুটুথ ওয়াইফাই এর মতো ফিচারও দেখতে পাবেন।
প্রথমত, এই মোবাইলের ফিচার সম্পর্কে বলা যাক। আপনি এই স্মার্টফোনের ভিতরে একটি ৪.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস টাচ স্ক্রিন ডিসপ্লে দেখতে পাবেন, এছাড়াও আপনি এই স্মার্টফোনে কিউডাব্লুআরটিই কীপ্যাড দেখতে পাবেন, পাশাপাশি এতে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশন ইনস্টল রয়েছে।
মোবাইলের অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে এর ভেতরে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম দেখতে পাবেন, প্রসেসরের কথা বললে দেখতে পাবেন অক্টা-কোর প্রসেসর, ১.৫ গিগাহার্জ প্রসেসর এই দুর্দান্ত স্মার্টফোনে। মোবাইলের ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে, এই স্মার্টফোনের ভেতরে ৩৪ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ লাইটসহ শক্তিশালী ক্যামেরা পাবেন, এ ছাড়া সামনে দারুণ ১২ মেগাপিক্সেল ক্যামেরা পাবেন।
মোবাইলের ব্যাটারি ব্যাকআপ-এর কথা বলতে গেলে, এই স্মার্টফোনে রয়েছে ৮০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এ ছাড়াও বলা হচ্ছে এতে টাইপ সি চার্জিং সকেট থাকতে পারে, পাশাপাশি এতে যেকোনো চার্জিং সুবিধা ও ব্লুটুথ ওয়াইফাই এর মতো ফিচারও দেখা যাবে। মোবাইলটির দাম কত হতে পারে? এই স্মার্টফোনের দাম আনুমানিক ২৬০০০ টাকা হতে পারে, যদিও আসল দামের তথ্য প্রকাশ্যে আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।