বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Nokia 8210 4G এবং Nokia 110 (2022)- এই দু’ই ফিচার ফোন। ভারতে দু’টি ফিচার ফোন লঞ্চ করেছে নোকিয়া। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Nokia 8210 4G এবং Nokia 110 (2022)- এই দু’ই ফিচার ফোন (Nokia Feature Phone)। নোকিয়ার ফোন বরাবরই জনপ্রিয় ছিল ভারতে।
ফিচার ফোন থেকে স্মার্টফোন সবেতেই একছত্র আধিপত্য ছিল এই সংস্থার। ভারতে উইন্ডোজ ফোনও চালু করেছিল নোকিয়া সংস্থাই। তবে হালফিলে আরও অনেক কোম্পানির অ্যান্ড্রয়েড ফোনের ভিড়ে ব্যবসায় কিছুটা ঘাটতি হয়েছে এই সংস্থার। কিন্তু তাও নোকিয়ার ফিচার ফোন এখনও ভারতে সমানতালে জনপ্রিয়। এবার দেখে নেওয়া যাক নোকিয়ার নতুন দুই ফিচার ফোনের দাম এবং বিভিন্ন ফিচার।
এই ফোনের দাম ৩৯৯৯ টাকা। গাঢ় নীল এবং লাল রঙের শেডে লঞ্চ হয়েছে এই ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া এবং নোকিয়া ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে এক বছরের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে।
এই ফিচার ফোনের ক্ষেত্রে দুটো রঙের ভ্যারিয়েন্টের দাম আলাদা। cyan রঙের মডেলের জন্য দাম ১৬৯৯ টাকা। অন্যদিকে rose gold রঙের ভ্যারিয়েন্টের দাম ১৭৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি বিল্ট-ইন রেয়ার ক্যামেরা, ওয়্যারলেস এফএম রেডিও, অটো কল রেকর্ডিং ফিচারের সাপোর্ট এবং বড় পরিমাণ স্টোরেজ। ১০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে নোকিয়ার এই ফিচার ফোনে।
এছাড়াও ইন-বিল্ট টর্চ, জনপ্রিয় স্নেক গেমও রয়েছে নোকিয়া ১১০ (২০২২) ফোনে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। এছাড়াও জানা গিয়েছে, নোকিয়ার এই ফিচার ফোনে রয়েছে মিউজিক প্লেয়ার এবং ৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ। ইউজাররা এই ফোনে ৮০০০ গান স্টোর করে রাখাএর সুযোগ পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।