জুমবাংলা ডেস্ক : এক সময়ের জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া সেরার মুকুঠ হারিয়ে নতুন করে বাজার দখলের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। যদিও তাদের নতুন স্মার্টফোন জনপ্রিয়তা অর্জন করতে পারছে না। তবে ফিচার ফোনে ব্যাপক সাড়া পাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নকিয়া বাজারে এনেছে ২৬৬০ ফ্লিপ মডেলের ফোন। ফোল্ডিং ফোনটিতে দুটি ডিসপ্লে ব্যবহার করেছে নকিয়া।
২৬৬০ ফ্লিপ ফোনটিতে রয়েছে ডুয়েল ডিসপ্লে। ফোনটি ভেতরের দিকে রয়েছে ২.৮ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে, যার রেজোলিউশন ২৪০ বাই ৩২০ পিক্সেল। আর বাহিরের দিকে রয়েছে ১.৭৭ ইঞ্চির কিউকিউভিজিএ ডিসপ্লে। যার রেজোলিউশন ১২০ বাই ১৬০ পিক্সেল।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি১০৭ প্রসেসর। রয়েছে ৪৮ এমবি র্যাম ও ১২৮ এমবি ইনবিল্ট স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এলইডি ফ্ল্যাশসহ ০.৩ মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা আছে ফোনটিতে।
নকিয়ার এই ফোনে রয়েছে ১৪৫০ এমএএইচ ব্যাটারি, যা ফিচার ফোন হিসেবে বিশাল। একবার চার্জে টানা ২০ ঘন্টা কথা বলা যাবে। আর ২৬ দিন স্ট্যান্ডবাই চালু থাকবে ফোনটি।
ডিভোর্সের খরচ দিতেই ভিখারি হয়ে যাচ্ছেন, ব্যয়বহুল ৬ তারকা জুটির বিচ্ছেদ
কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ডুয়েল সিম, ব্লুটুথ ৪.২, ৩.৫মিমি হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি ও এমপি৩ প্লেয়ার। চীনের বাজারে ফোনটি পাওয়া গেলেও অন্যান্য দেশে কবে নাগাদ আসবে সে বিষয়ে কিছু জানায়নি নকিয়া। নকিয়া ২৬৬০ ফ্লিপের দাম রাখা হয়েছে ৪৯৯ ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।