বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলে Nokia T20 ট্যাবলেট পিসি উন্মোচনের পর এবার চীনের বাজারে প্রি-অর্ডার হচ্ছে এর শিক্ষামূলক সংস্করণের। চীনা গ্রাহকদের এটি কিনতে ব্যয় হবে ২ হাজার ৯৯৯ ইউয়ান বা ৪৭১ ডলার। ১২ ডিসেম্বর প্রি-অর্ডারকৃত ট্যাবলেট পিসির ডেলিভারি দেয়া শুরু হবে। যারা প্রি-অর্ডার দিচ্ছেন তারা সঙ্গে পাবেন একটি ব্লুটুথ স্পিকার ও একটি স্টাইলাস। খবর গিজমোচায়না।
নামেই স্পষ্ট এটি ছাত্রদের চাহিদা লক্ষ্য করে বাজারে আনা হয়েছে। ১০ দশমিক ৪ ইঞ্চির ২কে ডিসপ্লেতে থাকছে ১২০০*২০০০ পিক্সেলের স্ক্রিন রেজল্যুশন। এটি সুইস এসজিএস নিম্ন নীল আলোর ছাড়পত্র পেয়েছে, যা ব্যবহারকারীদের চোখের সুরক্ষা দেবে এবং যেকোনো জায়গায় ব্যবহার করা যাবে।
এতে রয়েছে ইউনিসকের টি৬১০ প্রসেসর। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের সঙ্গে থাকছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা, যাতে ইচ্ছেমতো স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়া ডিভাইসে অভিভাবকদের নিয়ন্ত্রণ রাখতে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা। উইচ্যাটের মাধ্যমে সন্তানের মা-বাবা কিংবা অভিভাবক এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন। যেকোনো গেমস বা সফটওয়্যার ডাউনলোডে তাদের অনুমোদন লাগবে।
৮ হাজার ২০০ এমএএইচের ব্যাটারি চার্জে ব্যবহার করা যাবে ১৫ ওয়াটের পিডি ফাস্ট চার্জার। তবে ট্যাবলেট পিসির সঙ্গে সরবরাহ করা হচ্ছে ১০ ওয়াটের একটি চার্জার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।