২৬০ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ট্রান্সপারেন্ট ফোন লঞ্চ করবে নোকিয়া

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ভারতীয় বাজারে নোকিয়া শীঘ্রই ট্রান্সপারেন্ট ফোন লঞ্চ কতে যাচ্ছে। জানা গেছে নোকিয়া কোম্পানি শীঘ্রই ভারতে এমন একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং এটিতে প্রচুর উন্নত ফিচার থাকবে। নোকিয়া ট্রান্সপারেন্ট ফোন ৫জি (Nokia Transparent Phone 5G) নামে এই ফোনটি নিয়ে বড় খবর সামনে এসেছে।

জানা গেছে, নোকিয়া ট্রান্সপারেন্ট ফোন ৫জি (Nokia Transparent Phone 5G)। এটি একটি ৫জি স্মার্টফোন। এই ফোনের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ ডিসপ্লে থাকবে। এই ফোনের স্ক্রিনে কাজ করার সময় ভিতরের অংশও দেখা যাবে। ফোনটিতে একটি অত্যাধুনিক প্রসেসর দেওয়া হবে, যা হবে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর।

নোকিয়া কোম্পানির Nokia Transparent Phone 5G তে ২৬০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দেওয়া হবে। এই ফোনের ক্যামেরার সাহায্যে এইচডি কোয়ালিটির ছবি এবং ভিডিও রেকর্ড করা যাবে।

৫ মিনিটে জটিল অঙ্কের সমাধান করবে গুগলের উইলো

তবে নোকিয়া কোম্পানির Nokia Transparent Phone 5G-এর দাম সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এছাড়া এই ফোনটির লঞ্চিং ডেট সম্পর্কেও কোনো তথ্য জানানো হয়নি। তবে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে। লঞ্চের পর এটি অনলাইন বা অফলাইন যেকোনো মাধ্যম থেকে কেনা যাবে।