নোকিয়া নাম শুনলেই অনেকে আবেগতারিত হয়ে উঠে, কারণ দুনিয়ার প্রথম জনপ্রিয় মোবাইল নকির অনেকগুলো মডেল যে মোবাইলগুলো বর্তমানের মধ্য বয়সের অনেকেই ব্যবহার করেছেন। নোকিয়া মোবাইল এবার নিয়ে আসছে নোকিয়া এক্স১০০। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে প্রায় সব রকম সুযোগ সুবিধা। এছাড়া ফোনটির মূল্য রাখা হয়েছে হাতের নাগালে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
Nokia X100, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য বিশেষভাবে তৈরি করা এই নতুন 5G ফোন নিয়ে হাজির হয়েছে HMD Global। কোম্পানির অধিকাংশ 5G ফোনের মতো Nokia X100 -এও এসেছে Snapdragon 480 প্রসেসরের সাথে। ফটোগ্রাফির জন্য রয়েছে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। এছাড়া ফুল এইচডি প্লাস ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এই ফোনের উল্লেখযোগ্য ফিচার।
নোকিয়া এক্স১০০ মোবাইলটির ডিসপ্লে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটির সাথে নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩। Nokia X100 মোবাইলটির আয়তন দেওয়া হয়েছে ১৭১.৪৪X৭৯.৭X৯.১ মিলিমিটার এবং এর ওজন দেওয়া হয়েছে মাত্র ২১৭ গ্রাম।
Nokia X100 এর মোবাইলটির ক্যামেরা:
উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেল এর, ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও অপরটি হবে ২ মেগাপিক্সেল এর একটি ডেপথ সেন্সর। সাথে থাকছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এই ফোনটির সাথে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে ১৬ মেগাপিক্সেলের। উক্ত ক্যামেরা গুলোর সাথে দেওয়া হয়েছে এইচ ডি আর, প্যানোরামা এর সুবিধা। উভয় ক্যামেরাগুলোতে ৭২০ পি ৩০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। এই মোবাইলটির ক্যামেরা সেকশনটি আমার কাছে খুব ভাল লেগেছে।
স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি
নোকিয়া এক্স১০০ মোবাইলটির হার্ডওয়্যার:
নোকিয়া এক্স ১০০ মোবাইলটির চিপসেট দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৪৮০ জি অক্টাকোর প্রসেসর। এবং জি পি ইউ থাকবে অ্যাড্রিনো ৬১৯। প্রসেসরটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে এর ফলে গেমিং এর জন্য খুব সুবিধা মিলবে এই প্রসেসরটিতে। উক্ত ফোনটিতে দেওয়া হবে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি এর ফোন স্টোরেজ এছাড়া অতিরিক্তভাবে ২৫৬ জিবি এর স্টোরেজ ব্যাবহার করা যাবে। এই মোবাইলটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। এছাড়া এই ফোনে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। Nokia X100 তে দেওয়া হবে ৪,৪৭০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। ব্যাটারিটির ব্যাকআপ দিবে দুর্দান্ত। উক্ত ফোনটির সাথে আরো দেওয়া হবে ওয়াইফাই ৮০২.১১, ব্লুটুথ ৫.০, ইউ এস বি টাইপ সি ২.০ পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলকসহ নানাবিধ সুবিধা। ৫ জি বিশিষ্ট ফোন হতে চলেছে এই ফোনটি। এই মোবাইলটির ফিচার আমার কাছে খুব ভাল লেগেছে।
নোকিয়া এক্স ১০০ মোবাইলটির মূল্য:
নোকিয়া এক্স১০০ মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২১,২৮১ টাকা। শুধুমাত্র মিডনাইট ব্লু রঙ এ পাওয়া যাবে ফোনটি।
Infinix Note 11 Pro: সস্তায় ৮ জিবি র্যামের স্মার্টফোন ইনফিনিক্স নোট ১১ প্রো, দামসহ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।