বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নোকিয়া তাদের এক্স সিরিজের প্রোডাক্টের পরিধি বাড়িয়ে একটি নতুন লিমিটেড এডিশন এডিশন স্মার্টফোন পেশ করেছে। এই ফোনটি Nokia XR21 Limited Edition নামে ইউরোপের বাজারে পেশ করা হয়েছে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি অত্যন্ত মজবুত ডিজাইনের। এই ফোনটি ফ্রস্টেড প্লাটিনাম কালারে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট Nokia XR21 Limited Edition এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।
Nokia XR21 Limited Edition এর অন্যতম ফিচার হল এই ফোনে MIL-STD-810H লেভেলের ডিউরেবিলিটি এবং IP69K সার্টিফিকেশন রয়েছে। এর ফলে ফোনটিতে যথেষ্ট মজবুত ডিজাইন পাওয়া যায়।
এইচএমডি গ্লোবাল Nokia XR21 Limited Edition ফোনটির মাত্র 50টি মডেল তৈরি করেছে। এর মধ্যেও মাত্র 30টি সেল করা হবে।
এই ফোনে একটি স্পেশাল সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোন একটি লিমিটেড এডিশন বক্স এবং ফ্রস্টেড প্লাটিনাম কালারে সেল করা হবে।
Nokia XR21 Limited Edition এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: Nokia XR21 Limited Edition ফোনে FHD+ রেজলিউশন সাপোর্টেড 6.49 ইঞ্চির LCD ডিসপ্লে রয়েছে। এটি 120Hz রিফ্রেশরেট এবং 550 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে গোরিলা গ্লাস ভিক্টাস ব্যাবহার করা হয়েছে। প্রসেসর: এই শক্তিশালী ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 প্রসেসর যোগ করা হয়েছে। স্টোরেজ: এই ফোনে 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: Nokia XR21 Limited Edition ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 64MP প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ব্যাটারি: এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার সহ 4,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: এই ফোনে MIL-STD 810H মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশন এবং IP68 রেটিং যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনটি IP69K সার্টিফাইড। ওএস: Nokia XR21 Limited Edition ফোনটি 12 অপারেটিং সিস্টেমে কাজ করে।
নেটফ্লিক্স এ চলে এলো নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
Nokia XR21 Limited Edition ফোনটি ফ্রস্টেড প্লাটিনাম ফিনিশের সঙ্গে সেল করা হবে। ইউরোপের বিভিন্ন মার্কেটে এই ফোনটির দাম 699 ইউরো অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 60 হাজার টাকা রাখা হয়েছে। আরও পড়ুন: OnePlus Open ফোনটি আসলে OPPO Find N3, জানালো কোম্পানি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।