বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এক সময়ের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড নকিয়া এবার কমদামে তাদের দুটি ফিচার ফোন বাজারে নিয়ে এনেছে। মডেল দুটি হচ্ছে নকিয়া ১০৫ এবং নকিয়া ১০৫ প্লাস। ফোন দুটিবভারতের বাজারে উন্মোচিত হয়েছে।
নকিয়া ১০৫ এবং ১০৫ প্লাস ফোনে রয়েছে ১.৭৭ ইঞ্চির ডিসপ্লে। এস৩০ প্লাস অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলো টুজি সাপোর্ট করবে। একবার চার্জ দিলে টানা ১২ ঘণ্টা কথা বলা যাবে, পাশাপাশি ১৮ দিন স্ট্যান্ডবাই ব্যাকআপ সুবিধা তো থাকছেই। ফোনগুলো পুরোপুরি চার্জ হতে সময় লাগবে দেড় ঘণ্টা।
এছাড়া দুটি ফোনেই রয়েছে ওয়্যারলেস এফএম সুবিধা। নকিয়া ১০৫ ফোনটি ভারতে বাজারে বিক্রি হচ্ছে ১৩০০ রুপিতে যা বাংলাদেশি টাকায় ১৪৭০ টাকা।
নকিয়া ১০৫ প্লাস ফোনটির দাম পড়বে বাংলাদেশি টাকায় ১৫৮০ টাকা। ফোন দুটি বাংলাদেশের বাজারে কমে নাগাদ পাওয়া যাবে সে তথ্য জানা সম্ভব হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।