বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সাম্প্রতিক সময়ে যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন সামনে আনছে Nokia। সেই রেশ বজায় রেখেই এবার ফের একটি স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে সংস্থা।
যেটির আকর্ষণীয় সব ফিচার্স ইতিমধ্যেই আকৃষ্ট করেছে গ্রাহকদের। শুধু তাই নয়, ওই স্মার্টফোনটি রীতিমতো টক্কর দিতে পারে iPhone-এর সাথেও। সর্বোপরি দুর্ধর্ষ ক্যামেরা সহ 7800mAh-এর ব্যাটারি বিশিষ্ট ওই স্মার্টফোনের দামও অনেকটাই কম। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা ওই ফোনটির প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
রয়েছে দুর্দান্ত ডিসপ্লে কোয়ালিটি এবং শক্তিশালী প্রসেসর: প্রথমেই জানিয়ে রাখি যে, আমরা যে স্মার্টফোনটির বিষয়ে আজ আপনাদের জানাবো সেটির নাম হল Nokia Maze pro Lite। এটিতে একটি 6.7-ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে উপলব্ধ রয়েছে। পাশাপাশি দেওয়া রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 2-র শক্তিশালী চিপসেট। এই স্মার্টফোনটি Android 12-এর অপারেটিং সিস্টেমে কাজ করবে।
RAM এবং স্টোরেজ: Nokia Maze pro Lite স্মার্টফোনটি 8 GB এবং 12 GB RAM-এর বিকল্পের সাথে উপলব্ধ হয়। পাশাপাশি, এটির ইন্টারনাল স্টোরেজ হল যথাক্রমে 128 GB এবং 256 GB। এদিকে, আপনি চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সহজেই এই স্টোরেজ 512 GB অথবা 1 TB পর্যন্ত বাড়াতে পারেন।
ক্যামেরা কোয়ালিটি: এবারে আসি এই স্মার্টফোনের ক্যামেরার প্রসঙ্গে। সহজ কথায়, আপনি এই ফোনে DSLR-এর চেয়েও ভালো ক্যামেরা পাবেন। যার মধ্যে রয়েছে 108 MP-র প্রাথমিক লেন্স, 32MP-র দ্বিতীয় সেন্সর, 16 MP-র তৃতীয় সেন্সর এবং 5 MP-র চতুর্থ সেন্সর। এদিকে, সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে 48 MP-র ক্যামেরা।
রয়েছে শক্তিশালী ব্যাটারি: Nokia Maze pro Lite স্মার্টফোনটিতে রয়েছে 7800mAh-এর একটি শক্তিশালী ব্যাটারি। যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও কানেক্টিভিটির জন্য রয়েছে 5G LTE, WiFi, Bluetooth, GPRS-এর মতো একাধিক ফিচার্স।
কত হবে দাম: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই স্মার্টফোনটি আগামী মাসে অর্থাৎ জুন মাসে লঞ্চ হতে পারে। এমতাবস্থায়, অনুমান করা হচ্ছে যে Nokia Maze pro Lite স্মার্টফোনটির দাম হতে পারে প্রায় 30,000 টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।