লাইফস্টাইল ডেস্ক : ‘নকল ডিমের ছড়াছড়ি, চিনে নিন আসল ডিম’ শিরোনামে একটি প্রতিবেদন গত ৪ জুলাই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল জুমবাংলার লাইফস্টাইল ক্যাটাগরিতে প্রকাশিত হয়েছে। পরে এটি পোর্টালটির ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়।
ফ্যাক্টওয়াচ টিম ফ্যাক্ট চেক করে দেখেছে যে, প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে নকল বা কৃত্রিম ডিম পাবার কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের উল্লেখ নেই। বৈজ্ঞানিকভাবে, নকল ডিম বানানোর পক্ষে আজ পর্যন্ত কোনো যুক্তি পাওয়া যায় নি, বরং বিভিন্ন সময়ে বৈজ্ঞানিকেরাই এই ধারণাকে মিথ্যা প্রমাণ করেছেন।
ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথোরিটি অফ ইন্ডিয়া বলছে, ‘কোন প্রযুক্তি বা রাসায়নিক দ্রব্য এখন পর্যন্ত মেলেনি যা দিয়ে সম্পূর্ণভাবে ডিম উৎপাদন করা যায়। এছাড়াও, এটি অর্থনৈতিকভাবে কোনো টেকসই প্রক্রিয়া নয় কারণ বাজারে স্বাভাবিক ডিম সাশ্রয়ী মূল্যে এবং প্রচুর পরিমাণে পাওয়া যায়।’
সব বিবেচনায় ফ্যাক্টওয়াচ নকল ডিম সংক্রান্ত সংবাদগুলোকে ভূয়া সাব্যস্ত করছে।
ডিসক্লেইমার: সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে কথা না বলে ‘বিভ্রান্তিকর’ তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রকাশ করায় জুমবাংলা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে। ভবিষ্যতে এরকম প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে জুমবাংলা আরও সতর্কতা অবলম্বন করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।