বিনোদন ডেস্ক : কলকাতায় পাইস নামক একটি হোটেল চালিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন মমতা গঙ্গোপাধ্যায় ওরফে নন্দিনী দিদি নামের এক তরুণী। সেই জনপ্রিয়তাই তাকে নিয়ে গেল এবার অভিনয়ের জগতে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুসারে, ডালহৌসির অফিস পাড়ায় ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া সুন্দরী নন্দিনীকে ভাতের হোটেল চালাতে দেখে চোখ আটকে যায় এক ফুড ভ্লগারের। সেই ভিডিও ভাইরাল হতেই নন্দিনীর পরিচয় ছড়িয়ে পড়ে চারিদিকে। দোকানে ভিড় জমতে থাকে খদ্দেরের।
সুযোগটি কাজে লাগিয়ে নানা মাধ্যমে নিজেকে আলোচনায় টিকিয়ে রাখেন তিনি। কখনও দোকানে আসা গ্রাহককে চড় মেরে, তো কখনও বাবার ওপর অকথ্য ভাষায় চিৎকার করে আবার কখনও ইউটিউবারদের সঙ্গে তর্কে জড়িয়ে।
তাকে ঘিরে এই আলোচনা পৌঁছে গেছে টালিগঞ্জে। যেখানে ‘তিন সত্যি’ নামের একটি সিনেমায় নায়িকার চরিত্রে কাজ করবেন তিনি। জানা গেছে, ছবিতে নন্দিনীর চরিত্রের নাম নিলাক্ষী। যে পেশায় একজন লেখিকা। এই সিনেমায় আছেন কিংবদন্তি সাবিত্রী চট্টোপাধ্যায়ও।
নন্দিনী দিদি প্রসঙ্গে জানা যায়, নিজের দোকান তো বটেই তিনি হাজির হচ্ছেন অন্যদের দোকানেও। কলকাতার রেস্তোরাঁর চেইন- ডব্লিউ টিএফের নতুন ব্রাঞ্চ উদ্বোধনও করেছেন তিনি। পাশাপাশি অংশ নিয়েছেন জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এ। যেটাও তার ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব রেখেছে।
খোলামেলা পোশাকে কিলার পোজ ববিতা বৌদির, দেখে নিয়ন্ত্রণ হারালেন ভক্তরা
জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এ এসে জানিয়েছিলেন পরিবার নানা রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে তার। একসময় রোগ্রাক্রান্ত হয়ে তিনি নিজেও দীর্ঘদিন ছিলেন শয্যাশায়ী। বাবার চাকরি চলে গেলে, আর্থিক সঙ্কটের মুখেও পড়তে হয় তাদের। তবে ধীরে ধীরে এখন সময় বদলাচ্ছে। ডালহৌসি ছাড়াও আরও কিছু জায়গায় পাইস হোটেল খোলার পরিকল্পনাও করেছেন। পাশাপাশি অভিনয়েও নাম লেখাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।