বিনোদন ডেস্ক : দিন কয়েক থেকেই বলিউডে তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এবার বলিউড পাড়ায় ফিসফাস হচ্ছে–শাহরুখপুত্র আরিয়ান খান নাকি প্রেমে পড়েছেন।
কার প্রেমে মজেছেন শাহরুখপুত্র? আদৌ কি প্রেম করছেন? শোনা যাচ্ছে, বলিউডের ‘দিলবর গার্ল’ নোরা ফাতেহির প্রেমে পড়েছেন আরিয়ান। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এ বছর দুবাইয়ে খ্রিষ্টীয় নববর্ষের যে পার্টি দিয়েছিলেন আরিয়ান খান, সেখানেও হাজির ছিলেন নোরা ফাতেহি। একসঙ্গে নাকি ডিনারেও গিয়েছিলেন তারা। দুজনের হঠাৎ এই ঘনিষ্ঠতা নিয়েই উঠেছে নানান প্রশ্ন। খবর ইন্ডিয়া টুডের।
আরিয়ান খানের এ মুহূর্তে বয়স ২৫ বছর। অন্যদিকে নোরার বয়স ৩০ বছর। কিন্তু তাই বলে শাহরুখের ছেলের সঙ্গে প্রেম? নেটিজেনদের যেন বিশ্বাসই হচ্ছে না। তবে এর সত্যতা সময় বলে দেবে।
গেল বছর সব মিলিয়ে খারাপ সময় পার করেছেন আরিয়ান খান। এসব তিক্ততা ভুলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আরিয়ান খান। বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের কাজকে। অন্যদিকে নোরা ফাতেহির চের জাদুতে বুঁদ সবাই। সিনেমায় অভিনয়ের থেকেও তাকে বেশি দেখা গিয়েছে আইটেম গানে। এ ছাড়াও বেশ কিছু নাচের রিয়েলিটি শো-তে বিচারকের ভূমিকায়ও দেখা গিয়েছে নোরাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।