বিনোদন ডেস্ক : বলিউডে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন নোরা ফতেহি। অসাধারণ নাচের দক্ষতার জন্য দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। শুধু বলিউডেই নয়, হলিউডেও কাজ শুরু করেছেন এবং মিউজিক অ্যালবামেও নাম লিখিয়েছেন।
তবে সম্প্রতি গুঞ্জন উঠেছে, নোরা কি তাহলে অভিনয় জগত থেকে বিদায় নিচ্ছেন? এই নিয়ে নিজেই মুখ খুললেন তিনি।
এক সাক্ষাৎকারে নোরা বলেন, “আমার ব্যক্তিগত জীবন বলতে কিছু নেই। আমি কারও জন্য নিজের জায়গা ছেড়ে দেব, এটা ভাবার কোনো কারণ নেই। আমি সবখানেই থাকব— সিনেমায় যেমন কাজ করেছি, তেমনই মিউজিক ভিডিওতেও থাকব।”
Realme P3 Pro 5G: সেরা ফিচারের 5G স্মার্টফোনে চলছে বিশাল ছাড়!
নোরা আরও বলেন, “অনেক সময় ইচ্ছাকৃতভাবে কিছু গুঞ্জন ছড়ানো হয়, যাতে মানুষজনের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। নতুন কোনো অভিনেত্রী ভালো করলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়— এমন কথার কোনো ভিত্তি নেই। আমি তো কারও ক্যারিয়ারে বাধা দিচ্ছি না, তাহলে অন্য কেউ কেন আমার ক্যারিয়ারে বাধা হবেন? প্রত্যেকেই নিজের মতো কাজ করছেন। তাই ‘নোরার ক্যারিয়ার শেষ!’— এমন মন্তব্য শুধুই মিথ্যে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।