বিনোদন ডেস্ক: মরক্কোর বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী নোরা ফাতেহি কাজের ক্ষেত্রে নিজেকে ‘খুঁতখুঁতে ও সতর্ক’ বলেই মনে করেন। বছরে অনেক প্রস্তাব পেলেও কেবল ‘পছন্দের গানেই’ নাচতে রাজি হওয়ার কথা জানালেন বলিউড সিনেমার ‘আইটেম গানে’ নেচে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি।
অভিনেত্রী জানান, প্রযোজকরা তাকে মূলত ফোন করেন ভালগার ছবি পার করে দেওয়ার জন্য। কয়েকটি গানের দৃশ্যে উপস্থিতি রাখারই অনুরোধ সেগুলো। যেন নোরা রাজি হলেই ছবিগুলো দাঁড়িয়ে যাবে! নোরার দাবি— সেই সব প্রস্তাবের অধিকাংশই তিনি প্রত্যাখ্যান করেন।
নোরা চান না শুধু একজন নর্তকী হিসেবেই তার পরিচিতি তৈরি হোক। আইটেম গান কিংবা বিশেষ এক ধরনের গানের সঙ্গেই শুধু নোরাকে নাচতে বলেন ছবি নির্মাতারা, যে ব্যাপারটি একেবারেই পছন্দ নয় তার।
নোরার কথায়, ‘আমি যখন হ্যাঁ বলি, সেটির মানে নিজের পুরোটা দিয়ে দেব। তাই বুঝেশুনে রাজি হই।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা ফাতেহি বলেন, ‘আমি নিজের সেরাটা দিই। মঞ্চে হোক বা ক্যামেরার সামনে—এমন নিখুঁতভাবে কাজ করব যে, কুটোটিও পড়ে থাকবে না। সবটা খেয়ে নেব।’
নোরা বলেন, ‘জানি না কেন সবার আমায় দরকার! নিশ্চয়ই এতে আত্মশ্লাঘা বোধ করি, নিজেকে দায়িত্বজ্ঞানসম্পন্ন মানুষ বলেও মনে হয়। তাই বলে সব কিছুতে কি হ্যাঁ বলা যায়!’
তিনি বলেন, ‘যদি দশটা গানের প্রস্তাব দেওয়া হয়, আমি একটা হ্যাঁ করি, বড়জোর দুটো। কখনো কখনো সব না করে দিই। কারণ এত বেশি গানের দৃশ্য করলে ইন্ডাস্ট্রি আমায় ছকে ফেলে দিতে চাইবে।’
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.