সুন্দরী হতে ৩০০ বার সার্জারি করেন নোরা ফাতেহি

nora-fatehe

বিনোদন ডেস্ক : বলিউড তারকা নোরা ফাতেহি। তিনি বেশ জনপ্রিয়। আলোচনায় আসেন গত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আসরে ডাক পাবার পর। কারণ কাতারের মতো একটি রক্ষণশীল দেশের বড় আসরে ডাকা পাবার পর চারদিকে হৈ চৈ পড়ে যায়। বিশেষ করে তিনি সেখানে কি ধরণের নাচ করেন তাই নিয়ে।

nora-fatehe

পরে অবশ্য সব কিছু ঠিকঠাকভাবে শেষ হয়। নোরা ফাতেহি অনুষ্ঠান মঞ্চে শরীর ডেকেই ওঠেন। এরপর আর নোরা ফাতেহিকে পেছনে তাকাতে হয়নি। তিনি এগিয়েছেন নিজের মত। এবার প্রকাশ পেলো তার রূপের গোপন রহস্য।

জানা যায়, বলিউডে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন নোরা ফাতেহি। কিন্তু এর মাঝে কটাক্ষের শিকারও হয়েছেন অনেকবার। কখনো তার নাচ নিয়ে, আবার কখনো লুক নিয়ে।

তবে সব থেকে বেশি কটাক্ষের শিকার হয়েছেন প্লাস্টিক সার্জারি প্রসঙ্গ নিয়ে। নিজের সৌন্দর্য্য বাড়ানোর জন্য তিনি করেছেন অসংখ্য সার্জারি। আর তাই কয়েক বছর আগে তিনি যেমন দেখতে ছিলেন, এখন তার থেকে আকাশ পাতাল তফাৎ। তার পুরোনো এক ছবি দেখে সম্প্রতি নেটদুনিয়ায় অনেকেই মন্তব্য করে বসেন, ৩০০ সার্জারি করিয়েছেন তিনি।