কংগ্রেস নেত্রী রাগিনী নায়ক মঙ্গলবার রাতে তাঁর সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে চায়ের কেটলি ও কাপ হাতে ঘুরছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো ওই ভিডিওটির প্রেক্ষাপট ছিল একটি আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চ।

এনডিটিভি বলছে, এরই মধ্যে ভিডিওটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ক্ষমতাসীন দল বিজেপি তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। বিজেপির জ্যেষ্ঠ নেতা সি আর কেশবন বলেছেন, রাগিনী নায়কের পোস্টটি কংগ্রেস নেতৃত্বের বিকৃত মানসিকতার প্রকাশ। এর মাধ্যমে ১৪০ কোটি পরিশ্রমী ভারতীয়দের অপমান করা হয়েছে। পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রতিও এটি সরাসরি আক্রমণ।
নরেন্দ্র মোদি এর আগে বলেছিলেন, তাঁর বাবা গুজরাটের একটি স্টেশনে চায়ের দোকান চালাতেন। ছোটবেলায় তিনি তাঁর বাবাকে সাহায্য করেছেন।
বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এক্সে (আগের টুইটার) লিখেছেন, পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে উঠে আসা একজন প্রধানমন্ত্রীকে কংগ্রেস সহ্য করতে পারে না। তারা আগেও চায়ের প্রেক্ষাপটে ভিডিও বানিয়ে ঠাট্টা করেছে। মানুষ তাদের কখনও ক্ষমা করবে না।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পার্লামেন্টে শীতকালীন অধিবেশন চলছে। ‘চা ওয়ালা’ ভিডিও নিয়ে অধিবেশনে বাড়তি উত্তেজনা ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেছেন, কংগ্রেস সরকার পরিচালনা ও নীতি নিয়ে বিতর্ক করার পরিবর্তে, একজন মহান নেতাকে হেয় করার চেষ্টা করছে। তারা শুধু নাম ও অর্থকে সম্মান দেয়। এ কারণে শুধু নির্বাচনে নয়, তারা জনগণের কাছেও সম্মান হারিয়েছে।
ভিডিওটি নিয়ে এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে কংগ্রেসের কারও বক্তব্য প্রকাশ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



