বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল বিশ্বে ওয়ানপ্লাস এর নাম শোনেনি এমন মানুষ খুব কমই আছে। বাজারে আসার পর থেকে সম্মানের সাথে রাজত্ব করে চলেছে মোবাইল ব্র্যান্ডটি। আজকে আমরা আলোচনা করব সেই ফোন দুটি থেকে OnePlus Nord 2 5G এবং OnePlus Nord CE 5G নিয়ে। ফোন দুটির মাঝে মূল্যের তেমন বেশি তারতম্য নেই তবে ফিচারের ভিন্নতা লক্ষ্য করা গেছে। আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোন দুটি। একেক ফোনটিতে একেক রকম সুবিধা বেশি পাওয়া যাবে। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
OnePlus Nord 2 5G এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চি বিশিষ্ট ফ্লুইড অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। উক্ত ফোনটিতে পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪১০। এছাড়া এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ৯০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট। কর্নিং গরিলা গ্লাস ৫ এর নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে।
OnePlus Nord CE 5G উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৪৩ ইঞ্চি বিশিষ্ট ফ্লুইড অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। এছাড়া এর সাথে দেওয়া হয়েছে ৯০ হার্জ এর রিফ্রেশ রেট।
OnePlus Nord 2 5G এই মোবাইলটির আয়তন হবে ১৫৮.৯X৭৩.২X৮.২৫ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৮৯ গ্রাম।
OnePlus Nord CE 5G উক্ত মোবাইলটির আয়তন হবে ১৫৯.২X৭৩.৫X৭.৯ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৭০ গ্রাম।
OnePlus Nord 2 5G মোবাইলটির সাথে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ এ আই অক্টাকোর প্রসেসর। জি পি ইউ দেওয়া হয়েছে এ আর এম- জি ৭৭ এম সি ৯। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৪,৫০০ এম এ এইচ এর ব্যাটারি, ৬৫ ওয়াট এর ফাস্ট চার্জ, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২ সহ নানাবিধ সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
OnePlus Nord CE 5G এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৫০ ৫জি অক্টাকোর প্রসেসর। জি পি ইউ হবে অ্যাড্রিনো ৬১৯। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এখানে আরো দেওয়া হয়েছে ৪,৫০০ এম এ এইচ এর ব্যাটারি, র্যাপ চার্জ ৩০ টি প্লাস ফাস্ট চার্জ, ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.১ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
OnePlus Nord 2 5G উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। সাথে দেওয়া হয়েছে ডুয়েল এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সলের। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০/৬০/২৪০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
OnePlus Nord CE 5G এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার ক্যামেরাগুলো হবে ৬৪ মেগাপিক্সলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং অপরটি হবে ২ মেগাপিক্সেলের একটি মোনো সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের। উভয় ক্যামেরাতে ১০৮০ পি ৩০/৬০/১২০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে।
OnePlus Nord 2 5G মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮,৪৬১ টাকা।
OnePlus Nord CE 5G মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬,১৮৪ টাকা।
এখানে ফোন দুটির মাঝে মূল্যের তেমন তারতম্য নেই তবে ফিচারের ও ভিন্যতা বেশ রয়েছে। দুইটি ফোনের ফিচারই দেওয়া হয়েছে অসাধারণ। কোনটিকেই খারাপ বলা যাবে না। আপনার পছন্দ অনুযায়ী যে কোনটিই নিতে পারেন।
ভিকি ও ক্যাটরিনাই নন, বয়সে ছোট পুরুষকে বিয়ে করেছেন এই ৬ নায়িকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।